রোকন বিশ্বাস-ষ্টাফ রিপোর্টার,পাবনাঃ
পাবনা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এবং সাবেক মাননীয় সংসদ সদস্য খন্দকার আজিজুল হক আরজুর নামে দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় ভূয়া মিথ্যা সংবাদ প্রচারের জন্য তিনি আজকে গণমাধ্যম কর্মীদের মাঝে সংবাদ প্রকাশ করেছেন,যারা আমার নামে মিথ্যা বানোয়াট সংবাদ প্রচার করেছেন তাদেরকে আইনগত ভাবে কঠোর ব্যবস্থা নিবো এমন মন্তব্য করেন সাবেক এম,পি জনাব খন্দকার আজিজুল হক আরজু।।
তিনি বলেন সংবাদ কর্মীদের মাঝে বলেন আমি খন্দকার বংশের ছেলে আর যাদের বাসা থেকে উদ্ধার হয়েছে তারা শেখ বংশের লোকজন আমার সাথে তাদের রক্তের কোন প্রকার মিল নেই।তারা আমার প্রতিবেশি বটে।
দৈনিক আমাদের প্রতিদিন পত্রিকার সংশ্লিষ্ট সংবাদের প্রতিবেদক নিজ ইচ্ছামত মনগড়া,কাল্পনিক ও ভিত্তিহীন ভাবে আমার নাম জড়িয়ে ঐ সংবাদ উপস্থাপনা করা হয়েছে।আমি পাবনা-২ আসন থেকে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলাম।সুনামের সাথে আমি গত ০৫ বছর নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছি।স্বাধীনতার স্ব-পক্ষের শক্তি বাংলাদেশ আওয়ামীলীগ একটি বৃহত্তর রাজনৈতিক সংগঠন।সেই দলের একজন ক্ষুদ্র সেবক হয়ে এলাকায় কাজ করেছি।রাজনীতি করতে গিয়ে নেতাকর্মী ও সমর্থক এমনকি সাধারণ মানুষ ও ভালোলাগা ও ভালোবাসার এবং প্রিয় মানুষের পরিনত হয়।একজন ক্ষুদ্র নেতা হতে গিয়ে অনেক নেতাকর্মী,সমর্থক ও সাধারণ মানুষের ভালোবাসার পাত্র হয়েছি।তবে সবাই আমার রক্তের কেউ নয়।
তেমনি ভাবে প্রকাশিত সংবাদে যাকে আমার ভাতিজা হিসেবে পরিচয় তুলে ধরা হয়েছে আদৌও সে আমার রক্তের কেউ নয়।তাছাড়া,আমি রাষ্ট্রের একজন সচেতন নাগরিক।রাষ্ট্রের কোন ধরণের অনৈতিক বা দেশ বিরোধী কর্মকান্ড পরিচালিত হবে এমন কোন কাজের সমর্থন আমি কখনো দেইনি এবং করতে পারিনা।দেশের আইন-শৃঙ্খলা বাহিনী তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করে অপরাধ সংঘটিত প্রতিরোধ এবং অপরাধীদের ধরে আইনের আওতায় এনে তাদের যথাযথ শাস্তির মুখোমুখি করবেন এটা নিঃসন্দেহে ভালো কাজের দাবিদার।আমি সক্রিয় ভাবে আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত।এই সংগঠনে কোন সন্ত্রাসী বা অপরাধ জগতের বাহিনী পোষা বা নেতৃত্ব দেওয়ার প্রয়োজন পড়ে না।তাই প্রকাশিত সংবাদে আমার অনুসারী সন্ত্রাসী বাহিনী রয়েছে এবং তাদের অবৈধ অস্ত্র কারখানা তৈরি করা ও অস্ত্র সরবরাহ করা হয় তথ্যগুলো সম্পূর্ণ মিথ্যা,ভিত্তিহীন,বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত।আমি প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা,ঘৃণা,ক্ষোভ ও তীব্র ভাবে প্রতিবাদ জানাচ্ছি।একই সাথে এই ধরণের সংবাদ প্রকাশ থেকে বিরত থাকার জন্য পাবনার বাংলাদেশ প্রতিদিন এর প্রতিবেদককে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য পরামর্শ দিচ্ছি ও নিঃশর্ত ক্ষমা চাইবার দাবি জানাচ্ছি।
আমার নামে মিথ্যা ভূয়া সাক্ষাৎকার দিয়েছে বাংলাদেশ আওয়ামীলীগ দলের দলীয় মনোনয়ন ও চেয়ারম্যান পদপ্রার্থী মোঃশাহ-আলম মোল্লা তিনি কোন ধরনের মানুষ তা বোঝা যায় সন্ধ্যার পর তার কাছে বসলে মদের গন্ধ ছাড়া অন্য কোন কিছুই মেলে না এমন মন্তব্য করেছেন সাবেক এম,পি খন্দকার আজিজুল হক আরজু।।
তিনি আইন-শৃঙ্খলা বাহিনীকে জোড়-দাবি করে জানিয়েছেন,রস্তমকে আইনের আওতায় নিয়ে আসলে এই সকল অপকর্মের মূল মদকদাতা কে বিস্তারিত জানা যাবে এবং অপরাধীদের আইনের আওতায় নিয়ে এসে বিচার কার্যালয় পরিচালনা করুন।
একই সাথে এই অস্ত্র উদ্ধার করা ঘটনাটি সম্পূর্ণ যড়যন্ত্র করেই করা হয়েছে এমন মন্তব্য প্রকাশ করেছেন,
সাবেক মাননীয় সংসদ সদস্য খন্দকার আজিজুল হক আরজু।।