সোহাগ নরসিংদী জেলাপ্রতিনিধি
নোয়াখালীর কোম্পানীগঞ্জের গুলিবিদ্ধ সাহসী সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কির হত্যার প্রতিবাদে দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে ( ২৩ ফেব্রুয়ারি,মঙ্গলবার) সারাদেশের ন্যায় প্রতিবাদ সমাবেশ করেছে নরসিংদী জেলা বিএসএমএফ।
নরসিংদীর প্রেস ক্লাবের সামনে এ প্রতিবাদ সমাবেশে
উপস্থিত ছিলেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম( বিএমএসএফ) কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভপতি সোহেল আহমেদ, নরসিংদী জেলা শাখা বিএমএসএফ এর উপদেষ্টা এবিএম আজরাফ টিপু,বিএমএসএফ এর কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন নিলু,নির্বাহী সদস্য মোস্তাফিজুর রহমান,নরসিংদী সদর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ বাবুল মিয়া , মাধবদী থানা বিএমএসএফ এর ‘সাধারণ সম্পাদক’ ডাঃ আলাউদ্দিন (আলাল) , সাংবাদিক নাজিম উদ্দিন প্রমুখ।
এ প্রতিবাদ সমাবেশে আরো উপস্থিত ছিলেন, বিএমএসএফ মাধবদী থানা শাখার সভাপতি আব্দুল কুদ্দুস, সহ-সভাপতি আব্দুল হান্নান মানিক, যুগ্ম-সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক রাকিবুল হাসান জয়, নরসিংদী আলো পত্রিকার সম্পাদক আরিফুল ইসলাম, দৈনিক উত্তাপ পত্রিকার স্টাপরিপোর্টার ও সাপ্তাহিক অতিক্রমের বার্তা সম্পাদক মিজানুর রহমান সোহাগ, নরসিংদী তথ্য পত্রিকার বার্তা সম্পাদক, স্বপন খান, ও বিএমএসএফ নরসিংদী জেলা শাখার মহিলা বিষয়ক সম্পাদক সানজিদা আক্তার রুমা, সাংবাদিক বেলাল, সাংবাদিক সাখাওয়াত হোসেন প্রধান, সাংবাদিক আতিকুল ইসলাম, বিএমএসএফ বিভিন্ন বিভিন্ন উপজেলা/জেলা কমিটির সদস্য সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এ সময় সাংবাদিক নেতারা দ্রত সময়ের মধ্য সাংবাদিক মুজাক্কির হত্যার বিচার দাবি করেন। দেশে সাংবাদিক নির্যাতন কে তারা রাষ্ট্রকে পঙ্গু করার পঁয়তারা বলে মনে করেন। তারা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে মুজাক্কির হত্যার বিচার দাবি করে। দেশে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত সরকারে প্রতি জোর দাবি জানান।