সালাহ উদ্দিন সৈকত (গাজীপুর প্রতিনিধি)
মুজিববর্ষ উদযাপনের লক্ষ্যে বাংলাদেশ সরকারের বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে র্যাব ফোর্সেস সদর দপ্তর ০১জানুয়ারি ২০২১খ্রি. থেকে প্রথম ৭ কর্মদিবসকে ‘র্যাব সেবা সপ্তাহ’ ঘোষণা করে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-১, স্পেশালাইজড কোম্পানি, পোড়াবাড়ি ক্যাম্প, গাজীপুর কর্তৃক আয়োজিত কর্মসূচির অংশ হিসেবে ০১জানুয়ারি ২০২১খ্রিঃ শুক্রবার জুম্মার নামাজের সময় জাতির জনক ও তাঁর পরিবারের রুহের মাগফেরাত কামনা করে পোড়াবাড়ি মসজিদ সহ গাজীপুরে অবস্থিত বেশ কয়েকটি মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এছাড়াও দেশের উন্নয়ন, অগ্রগতি, নিরাপত্তাসহ জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে দোয়া করা হয়।
আজ ০৪/০১/২০২১খ্রিঃ র্যাব সেবা সপ্তাহ বৃক্ষরোপন কর্মসূচী অনুষ্ঠিত হয়। এ সময় দেশীয় প্রায় দুই শতাধিক ফলজ ও বনজ বৃক্ষ রোপন করা হয়েছে। সকালে র্যাব-১, স্পেশালাইজড কোম্পানী, পোড়াবাড়ী ক্যাম্প কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন, (জি), বিএন র্যাব সেবা সপ্তাহ বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন। এসময় র্যাবের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ দেশ ও জাতির জন্য দোয়া করা হয়।জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে “ র্যাব সেবা সপ্তাহ”(০১ জানুয়ারি হতে ১১ জানুয়ারি), র্যাব ফোর্সেস সদর দপ্তর এবং সকল র্যাব ফোর্সেস এর প্রথম কর্মসূচি হিসেবে গত ০১ জানুয়ারি ২০২১ তারিখ শুক্রবার র্যাব-১ কর্তৃক ব্যাটালিয়ন সদর ও অত্র ব্যাটালিয়নের অধীনস্থ কোম্পানী পর্যায়ের মসজিদে জুম্মার নামাজের পর দোয়া ও বিশেষ মোনাজাত এর আয়োজন করা হয়।
উক্ত দোয়া ও বিশেষ মোনাজাত মাহফিল সকল অফিসার ও ধর্মপ্রাণ মুসল্লীদের অংশগ্রহনে করোনা কালীন সময়ে সামাজিক দূরত্ব বজায় রেখে জুম্মা নামাজ শেষে আয়োজন করা হয়। উক্ত দোয়া ও বিশেষ মোনাজাত মাহফিলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার শহিদ পরিবারবর্গের রুহের মাগফেরাত কামনা করা হয়। এছাড়াও দেশের উন্নয়ন, অগ্রগতি, নিরাপত্তাসহ জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে মোনাজাত শেষ করা হয়।