মো মিজানুর রহমান মনপুরা উপজেলা প্রতিনিধি
জাতির জনক
বঙ্গবন্ধু শেখ মুজিবুর এর জন্মশত বার্ষিক উপলক্ষে মনপুরায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষে প্রধানমন্ত্রীর উপহার ২শত ঘর ও ২ শতাংশ জমির দলিল ভূমিহীনদের মাঝে হস্তান্তর করা হয়েছে।
শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীন ও গৃহহীনদের মধ্যে ঘর বিতরনের কার্যক্রম উদ্ভোধন করেন। প্রধানমন্ত্রী ঘর বিতরনের কার্যক্রম উদ্ভোধন শেষে উপজেলা অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে ভুমিহীন ও গৃহহীনদের মধ্যে ২শতাংশ জমির দলিল ও ঘর হস্তান্তর করেন।
মনপুরায় জমির দলিল ও ঘর ভুমিহীন ও গৃহহীনদের মধ্যে বিতরন করেন উপজেলা চেয়ারম্যান মিসেস শেলিনা আকতার চৌধুরী,উপজেলা নির্বাহী অফিসার মোঃ শামীম মিঞা, নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ সাইফুল ইসলাম, উপজেলা আ’লীগ সাধারন সম্পাদক মোঃ জাকির হোসেন। এই সময় হাট ইউপি চেয়ারম্যান শাহরিয়ার চৌধুরী দ্বিপক, দক্ষিন সাকুচিয়া ইউপি চেয়ারম্যান মোঃ অলিউল্যাহ কাজল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইলিয়াছ মিয়া,প্রেসক্লাব সভাপতি মোঃ আলমগীর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।