মোঃ সাইফুল ইসলাম আকাশ
ভোলা জেলা প্রতিনিধি
মুজিব বর্ষ উপলক্ষে ভোলার চরফ্যাশন উপজেলায় আন্তঃকলেজ গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন ঘোষণা করা হয়েছে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ভোলা ৪ আসনের স্থানীয় সংসদ সদস্য জনাব আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপির সভাপতিত্বে ভোলার চরফ্যাশনে আন্তঃকলেজ গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট” এর শুভ উদ্বোধন
ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জনাব জাহিদ আহসান রাসেল এমপি।
এসময় তিনি প্রধান অতিথির বক্তব্য এ বলেন মুজিববর্ষ ও স্বাধীনতার ৫০ বছরে সরকার ক্রীড়াঙ্গনকে আধুনিকায়নের পাশাপাশি ব্যাপক উন্নয়ন করেছে৷ সারাবিশ্বে দেশের ক্রীড়াঙ্গণ ব্যাপক পরিচিতি লাভ করেছে।আমরা যুব বিশ্বকাপেও চ্যাম্পিয়ান হওয়ার মতো গৌরব অর্জন করেছি।
গত বছর সাউথ এশিয়া গেমসে সবচেয়ে বেশি স্বর্ণ পদকসহ আরও অনেক পদক পেয়েছি। দেশের প্রতিটি জেলা ও উপজেলা গুলোতে একটি করে মিনি ষ্টেডিয়াম নির্মানের কাজ করেছে সরকার।
এভাবে যদি সরকারের কার্যক্রম অব্যাহত থাকে তাহলে আমরা দেশের ক্রীড়াঙ্গনকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবো।
সভাপতির বক্তব্য এ যুব ও ক্রীড়া মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ভোলা ৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব
বলেন যুব সমাজকে ক্রীড়াঙ্গনকে উজ্জীবিত করতে সকল প্রকার সহযোগিতা আমি করব।
যুবক সমাজের উদ্দেশ্য এই সংসদ সদস্য বলেন মাদক থেকে যুব সমাজকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই।
ঝিমিয়ে পড়া ক্রীড়াঙ্গনকে উজ্জীবিত করতে সকলের প্রতি উদাত্ব আহবান জানান এই সংসদ সদস্য।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব জনাব মোঃ আখতার হোসেন, জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান জনাব মাসুদ করিম, ভোলা জেলা প্রশাসক জনাব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক,ভোলা জেলা পুলিশ সুপার জনাব সরকার মোহাম্মদ কায়সার সহ অন্যান্য অতিথিবৃন্দ।