সালাহ উদ্দিন সৈকত(গাজীপুর প্রতিনিধি)
স্বাধীনতার মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মদিন উপলক্ষে গাজীপুরের শ্রীপুর উপজেলা প্রেসক্লাব কর্তৃক পালিত হলো মুজিব শতবর্ষ সেই সাথে উদ্ধোধন করা হল “সাংবাদিক পাঠাগার”পাঠাগারটি সাংবাদিক সহ সকলের জন্য উন্মুক্ত থাকবে প্রতিদিন একটি নির্দিষ্ট সময়।
১৭ মার্চ বুধবার গাজীপুর শ্রীপুর সদরে অবস্থিত শ্রীপুর উপজেলা প্রেসক্লাব এর কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০১তম জন্মদিনে উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন সাংবাদিক, শিক্ষক, কবি ও লেখকগণ।
শ্রীপুর উপজেলা প্রেসক্লাবের সম্মানিত সভাপতি ও দৈনিক বাস্তবচিত্রের সম্পাদক ও প্রকাশক জনাব হাবিবুর রহমান মানিক এর সভাপতিত্বে “সাংবাদিক পাঠাগার” উদ্বোধন করেন গাজীপুর জেলা প্রেসক্লাবের সম্মানিত সভাপতি ড. এ কে এম রিপন আনসারী এবং শ্রীপুর উপজেলা প্রেসক্লাবের সম্মানিত সাধারণ সম্পাদক মহিদুল আলম চঞ্চলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মো: আহাম্মুদুল কবির খোকন
বিভাগীয় প্রধান, বাংলা, পিয়ার আলী বিশ্ববিদ্যালয় কলেজ।বরেণ্য অতিথি ছিলেন মিজবাহুল মাওলা, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিভাগ বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ রহমত আলী সরকারি কলেজ। বিশেষ অতিথি : মো. নাছির উদ্দিন (নাশিদ) প্রধান শিক্ষক হাজী আব্দুল কাদের প্রধান উচ্চবিদ্যালয় ও
আবুল কালাম,সিনিয়র সহকারী শিক্ষক সিংগারদিঘী উচ্চ বিদ্যালয় শ্রীপুর গাজীপুর। প্রধান আলোচক : জনাব মোঃ শাহান শাহাবুদ্দিন।কবি,লেখক, সম্পাদক,দৈনিক বিরাজমান। আমন্ত্রিত অতিথি : মোঃ শফিকুল ইসলাম ভূইয়া সাধারণ সম্পাদক,গাজীপুর জেলা প্রেসক্লাব।সম্মানিত অতিথি : সাঈদ চৌধুরী,কলামিস্ট ও জনাব সোলায়মান মোহাম্মদ চেয়ারম্যান বিরাজমান লিমিটেড।এবিষয়ে সাংবাদিক পাঠাগার স্থাপন কমিটি ও শ্রীপুর উপজেলা প্রেসক্লাবের সদস্য তানভীর আহমেদ দৈনিক আমাদের সংগ্রাম কে বলেন, আমরা অনেকেই মফস্বলে সাংবাদিকতা করি নানান কারণে।এক্ষেত্রে অনেকেই সঠিক নিয়মনীতি না জানায় দিনদিন বির্তকিত হচ্ছে মূলধারার পেশাদার সাংবাদিকরা।তাই আমাদের প্রচেস্টা সাংবাদিকতা করার পূর্বে কিছু ধারণা আদান প্রদান করা।