সালাহ উদ্দিন সৈকত(গাজীপুর প্রতিনিধি)
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় মুরাদপুর সরকারি প্রাইমারী স্কুল মাঠে মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আঃ রশিদ মেম্বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনালে লাল ও সবুজ দলের খেলায় লাল দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
মধ্যপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জনাব মোঃ কামরুজ্জামান সরকারের সভাপতিত্বে খেলা উদ্বোধন করেন সফিপুর আইডিয়াল পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত চেয়ারম্যান জনাব মোঃ হাবিবুর রহমান।খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধ্যপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও গাজীপুর জেলা পরিষদের সম্মানিত সদস্য জনাব মোঃ আমিনুর রহমান। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন মধ্যপাড়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব মোঃ জহিরুল ইসলাম,প্রধান উপদেষ্টা ছিলেন এস এম গিয়াসউদ্দিন আহমেদ,পরিচালনা করেন জনাব মোঃ ফরিদুল ইসলাম, সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোঃ আব্দুস সালাম ভান্ডারি,আরমান আলী।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন আকতার হোসেন বাবু, মোতালেব হোসেন,আরিফ দেওয়ান,ফজলুল হক,সাইফুল ইসলাম,সোহেল রানা,সোলাইমান দেওয়ান,রাশেদুল ইসলাম,খোকন তালুকদার, ফরিদ হোসেন,জহিরুল ইসলাম,আহম্মদ হোসেন, লোকমান হোসেন,আনোয়ারা শিক্ষিকা সহ সমাজের সর্বস্তরের জনগণ।খেলা শেষে প্রধান অতিথি চ্যাম্পিয়ন ও রানারআপ টিমের মাঝে পুরস্কার বিতরণ করেন।