• শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনাম
কোন মায়ায় তুমি বেঁধেছো প্রেমিকেরে? মাহফুজ আলী কাদেরীর বিরুদ্ধে অপপ্রচারকারীদের গ্রেপ্তারের দাবীতে পাবনায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের মানব বন্ধন অনুষ্ঠিত লৌহজংয়ে চার প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা   লৌহজংয়ে ভূমিহীন-গৃহহীন ৪৫ পরিবারের মাঝে জমি ও গৃহ হস্তান্তর মাধবপুরে পবিত্র রমজান উপলক্ষে অসহায়দের মাঝে ইফতার”খাদ্য সামগ্রী বিতরণ লৌহজংয়ে দশ ট্রাক চায়না দুয়ারি আটক দৌলতখানে উঃ জয়নগর ইউনিয়নে জেলেদের মাঝে চাল বিতরণ ফরিদগঞ্জে ৩১ পরিবার মুজিবর্ষের ঘর প্রদানের মধ্যে দিয়ে উপজেলা ভূমিহীন মুক্ত ঘোষণা ভোলা কাচিয়া সাহামাদার মাধ্যমিক বিদ্যালয়ের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায়ী ও দোয়া অনুষ্ঠিত লৌহজংয়ে ১৭ জেলে পরিবারের মাঝে বকনা বাছুর বিতরণ

মেট্রোরেলের ভাড়া পুনঃবিবেচনা করুন – সেভ দ্য রোড  

বিশেষ প্রতিনিধি / ৯০ জন পড়েছে
প্রকাশিত সময়: মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২

করোনা পরিস্থিতি কাটিয়ে ওঠার এই সময়ে এসে সাধারণ মানুষের কথা বিবেচনা করে সংশ্লিষ্ট মন্ত্রী-সচিব-আমলাদের প্রতি আহবান জানিয়ে সেভ দ্য রোড নেতৃবৃন্দ বলেছেন, মেট্রোরেলের ভাড়া পুনঃবিবেচনা করুন। আকাশ-সড়ক-রেল ও নৌপথ দুর্ঘটনামুক্ত রাখার লক্ষ্যে একমাত্র স্বেচ্ছাসেবি সংগঠন সেভ দ্য রোড-এর চেয়ারম্যান জেড এম কামরুল আনাম, প্রতিষ্ঠাতা মোমিন মেহেদী, মহাসচিব শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান বিকাশ রায়, জিয়াউর রহমান জিয়া, শওকত হোসেন ও ঢাকা সাব এডিটরস কাউন্সিল-এর সহ-সভাপতি আনজুমান আরা শিল্পী প্রেরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়- জাতির পিতার কন্যা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণমানুষের কল্যাণের জন্য যে মেট্রোরেলের ব্যবস্থা করলেন, সেই মেট্রারেলে যেন জনগণ উঠতে না পারে, এমনভাবে ভাড়া নির্ধারণ করা হয়েছে। বাসের ভাড়া বৃদ্ধির পর তা দিতেই সাধারণ মানুষের জীবন ওষ্টাগত যখন, তখন তার চেয়ে বেশি ভাড়া নির্ধারণ করলে তা তাদের উপর খড়ার ঘা হিসেবে ব্যবহার হবে।

 

সেভ দ্য রোড-এর পক্ষ থেকে বলা হয়, মধ্যবিত্ত বা নিন্ম মধ্যবিত্ত ৩ সদস্যর একটি পরিবারের যেখানে মাসিক ব্যায় কমপক্ষে ২১ হাজার টাকা। সেখানে নতুন করে মেট্রোরেল তাঁর জীবনে নতুন কোন আশার সঞ্চার করতে পারেনি। কারণ করোনা পরিস্থিতি মোকাবেলা করে টিকে থাকার সর্বোচ্চ চেষ্টায় থাকা কর্তা ব্যক্তিটির বেতন বাড়েনি, বাড়েনি ব্যবসার লাভ বা প্রসারও। বরং কোন কোন ক্ষেত্রে চাকুরি হারিয়ে নিঃস্ব হয়েছেন অনেকেই. অনেকেই ব্যবসা টিকিয়ে রাখতে পারেন নি। এমতবস্থায় একজন মধ্য মাপের চাকুরিজীবীর বেতন যেখানে ১৮-২০ হাজার টাকা; তার বেতন থেকে মেট্রোরেল-এ আসা-যাওয়ার জন্য গুণতে হবে কমপক্ষে (১০০*২৪=২৪০০০) ২ হাজার ৪০০ টাকা। বাকি টাকায় পরিবার চালাতে তাকে হিমশিম খেতে হবে। সাধারণ মানুষের ভাবনা ছিলো- সরকারের পক্ষ থেকে কষ্ট কমানোর জন্য মেট্রোরেল-এর ব্যবস্থা করছে, কিন্তু এই ভাড়া নির্ধারণ তাদের সকল আশার গুড়ে বালি ঢেলে দিয়েছে।

 

বিবৃতিতে নেতৃবৃন্দ আরো উল্লেখ করেন, মেট্রোরেল-এর সর্বনিন্ম ভাড়া নির্ধারণ হওয়া উচিৎ সর্বোচ্চ ১৪ টাকা, কিলোমিটার প্রতি যা সাড়ে ৩ টাকা হতে পারে; একই সাথে মতিঝিল পর্যন্ত ভাড়া সর্বোচ্চ ৬০ টাকা নির্ধারিত হলেই কেবলমাত্র প্রমাণিত হবে যে, জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে নিন্মবিত্ত থেকে শুরু করে সকল শ্রেণি পেশার মানুষের কথা ভাবছে সরকার।

নিবেদনে

 

 

 

( শান্তা ফারজানা )

মহাসচিব ও মুখপাত্র, সেভ দ্য রোড

অফিস : ০১৭৯১৪০৭০৪৭, ০১৭১২৭৪০০১৫

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
❌ নিউজ কপি করা নিষিদ্ধ ❌