মোঃ মারুফ বাবু স্টাফ রিপোর্টার
মোংলা পোর্ট পৌরসভার নির্বাচনকে সামনে রেখে মোংলায় বসবাসরত মোড়েলগঞ্জ-শরণখোলাবাসীর আয়োজনে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী শেখ আব্দুর রহমানের সমর্থনে (১১ জানুয়ারি) সোমবার বিকেলে মোংলা বন্দর শ্রমিক কর্মচারি সংঘের মাঠে জনসভা অনুষ্ঠিত হয়।
সোমবার বিকেল সাড়ে ৩ টায় অনুষ্ঠিত জনসভায় সভাপতিত্ব করেন পৌর মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিসেস দুলালী শিকারী। জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মোড়েলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান বাগেরহাট জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ্যাড. শাহ-ই-আলম বাচ্চু। জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাগেরহাট জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অধ্যাপক মোল্লা আব্দুর রউফ, মোড়েলগঞ্জ পৌরসভার মেয়র এ্যাড. মনিরুল হক তালুকদার, মোংলা পোর্ট পৌরসভার সাবেক মেয়র শেখ আব্দুস সালাম ও শরণখোলা উপজেলা পরিষদ চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্ত।
জনসভায় প্রধান বক্তা ছিলেন মোংলা পোর্ট পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান। জনসভায় অন্যান্যদের বক্তব্য রাখেন শ্রমিক নেতা চাঁনমিয়া সরদার, মোঃ ইমাম হোসেন, বীর মুক্তিযোদ্ধা শেখ শামসুল আলম, এ এইচ মিলন শিকারী, মোঃ নাসির উদ্দিন হাওলাদার, মোঃ জাহাঙ্গীর হোসেন খাঁন, আব্দুর রশিদ তালুকদার প্রমূখ।
জনসভায় বক্তারা বলেন মোংলা পোর্ট পৌরসভার আসন্ন নির্বাচনে জাতির শ্রেষ্ঠ সন্তান আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা সেখ আব্দুর রহমানকে বিজয়ী করার মাধ্যমে উন্নয়নের অগ্রযাত্রায় সামিল হবে পৌরবাসী। বক্তারা আরো বলেন উন্নয়নের মহাসড়কে মোংলাকে যুক্ত থাকতে হলে মুক্তিযুদ্ধের পরীক্ষিত সৈনিক বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমানকে নৌকায় ভোট দিয়ে মেয়র নির্বাচিত করা ছাড়া আর কোন বিকল্প নেই।