মোঃ মারুফ হাওলাদার
বাগেরহাট জেলা প্রতিনিধিঃ
করোনায় ক্ষতিগ্রস্তদের জন্য ১০ টাকায় বাজারের আয়োজন করেছে মোংলার স্বেচ্ছাসেবী সংগঠন “দখিন হাওয়া সাহিত্য পরিষদ”।
স্থানীয় তরুণদের এই উদ্যোগে করোনাভাইরাস মহামারীতে বিপাকে পড়া এ বাজারে সপ্তাহের প্রতি শুক্রবার ১০০ জনকে মাত্র ১০ টাকার বিনিময়ে ৭ আইটেমের খাদ্যসামগ্রী দেয়া হয়।
খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে-আলু ১ কেজি,মিষ্টি কুমড়া-৫০০ গ্রাম,পটল-৫০০ গ্রাম,পিয়াজ-৫০০গ্রাম,ডাল-২৫০ গ্রাম,কলা-১হালি,কাঁচামরিচসহ প্রয়োজনীয় সামগ্রী।
শুক্রবার (৯ জুলাই) সকাল ১০টায় শহরের আঃ হাই সড়ক এলাকায় (নতুন পৌর ভবন) এর সামনে ১০০ জনের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ উদ্ধোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও সিনিয়র সহকারী সচিব নয়ন কুমার রাজবংশী।
এ সময় উপস্থিত ছিলেন ,সংগঠনের সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আঃ রাজ্জাক,হাদিউজ্জামান জাহিদ,সহ-সাংগঠনিক সম্পাদকআকরামুজ্জামান অভি সহ সংগঠনের অন্য সদস্যবৃন্দ।
এ বিষয়ে সংগঠনের চেয়ারম্যান আফরোজা হীরা বলেন,বিনামূল্যে খাদ্যপণ্য নিতে অনেকেই সঙ্কচবোধ করতে পারে।
করোনাভাইরাসের প্রকোপে কর্মহীন হয়ে পড়া পরিবারগুলোর পাশে দাঁড়াতে তাই প্রতীকী মূল্য হিসাবে ১০ টাকা ধরা হয়েছে।
‘‘দুঃস্থ ও সুবিধাবঞ্চিত ছাড়াও বেশ কয়েকটি নিম্ন মধ্যবিত্ত পরিবারও সহায়তা পেয়েছেন। মানুষ যাতে এটাকে ত্রাণসামগ্রী না ভাবেন, তাই মাত্র ১০ টাকার বিনিময়ে এই আয়োজন।’’