মোঃ মারুফ হাওলাদার, বাগেরহাট জেলা প্রতিনিধিঃ
মোংলার ৫নং সুন্দরবন ইউনিয়নের ৪নং ওয়ার্ডের একটি মৎস্য ঘেরে শত্রুতার জের ধরে মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করে, ঘেরের সকল মাছ মারার অভিযোগ উঠেছে স্থানীয় কাটাখালির চায়না মার্কেট’র বাসিন্দা মৃত হারেজ হাওলাদারের ছেলে কাওসার হাওলাদার(৩০)এর প্রতি।
এ বিষয়ে মোঃ ফারুক হাওলাদার মঙ্গলবার (২৯ডিসেম্বর) মোঃকাওসার হাওলাদার এর বিরুদ্ধ মোংলা থানায় একটি লিখিত অভিযোগ দেন।
অভিযোগে তিনি বলেন, বিবাদী মিলে উল্লেখিত ঠিকানায় আনুমানিক ২৭ বিঘার একটি মৎস্য ঘের চাষাবাদ করতাম।আগামী ২০২১ইং সালে জমির মালিক কর্তৃক আমাকে সহ মোট তিনজনকে শেয়ারে উক্ত মৎস্য ঘেরটি প্রদান করেন।
আগামী বছরে জমির মালিক বিবাদীকে ঘের লিজ না দেওয়ার কারনে উদ্দেশ্যো মূলকভাবে ঘেরটি সেচের পরে গত রবিবার(২৭ডিসেম্বর) রাতের আধারে উক্ত মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করে। যার ফলে ঘেরটিতে আগামী সিজনে মাছের ফলানে ক্ষতিগ্রস্ত হওয়া সম্ভবনা রয়েছে।বিষ প্রয়োগের ফলে একই এলাকার কোন মৎস্য ঘেরে পানি উঠানো বা নামানো সম্ভব হচ্ছে না।
এলাকার সকল ঘের ব্যবসায়িরা ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। যার স্বাক্ষী ওই এলাকার গ্রামবাসীসহ আরও অনেকে।