মোঃমারুফ হাওলাদার বাগেরহাট জেলা প্রতিনিধিঃ-
মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে
০৮ ই মার্চ (সোমবার) সকাল ১০টায় ব্র্যাক স্বাস্থ্য,পুষ্টি ও জনসংখ্যা কর্মসূচির আয়োজনে উপজেলা পর্যায়ে সরকারি স্বাস্থ্য বিভাগের কর্মীদের Training on COVID-19 Infection Prevention and Control (আইপিসি) বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
উক্ত প্রশিক্ষণে ব্র্যাক কোভিড -১৯ কর্মসূচীর মাঠ সংগঠক মোঃ আলমগীর হোসেনের সঞ্চালনায় রিসোর্স পার্সোন হিসেবে উপস্থিত ছিলেন মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জীবিতেশ বিশ্বাস,প্রশিক্ষণ পরিচালনা করেন মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মলয় মল্লিক, মোংলা উপজেলা ব্র্যাক কোভিড -১৯ কর্মসূচীর এরিয়া ব্যবস্থাপক জালাল আহম্মেদ,ব্র্যাক এইচএনপিপি মোংলা উপজেলা এরিয়া ব্যবস্থাপক শরিফ হোসেন রানা প্রমুখ।
এছাড়া এসময় মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য বিভাগের বিভিন্ন কর্মকর্তা ও কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।