মোঃ এমদাদুল হক,স্টাফ রিপোর্টার।
নিখোঁজ সংবাদ।
ময়মনসিংহের মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মানসিকতার রোগী ব্রেইনের সমস্যা নিয়ে ভর্তি হয় তারপর সেখান থেকে ২৮/০৬/২০২১ ভোর রাত্রি থেকে হারিয়ে যায়।
আশেপাশে খুঁজাখুঁজি করার পর কোন তথ্য পাওয়া যায়নি।
হারিয়ে যাওয়ার বিষয়ে,
বাবার কাঠামো বা গঠনগত জিজ্ঞেসা করলে তিনি বলেন,
আমার বাবার মুখে হালকা দাড়ি, লম্বা ৫ ফুট ৪”, গায়ের রং শ্যামলা,।
ময়মনসিংহের জেলার অথবা অন্য কোথাও যদি কেউ হৃদয়বান ব্যক্তি আমার (ছেলে) আব্বাকে সন্ধান পেয়ে থাকেন জরুরী কাছাকাছি পুলিশ অথবা আমাকে জানালে খুবই উপকার পাব ।। পুলিশ -০১৭৬৬৪১৫০৩০/ছেলের নাম্বার ঃ ০১৬৪৪৮৩২০৪৩