এইচ.এম.ফরিদুল আলম আশরাফী আন্তর্জাতিক রিপোর্টার
যাদের ১/২ বছর আকামা’র মেয়াদ নেই। তাদের ১৪ই মা’র্চের পর ১০০ রিয়ালে আকামা রিনিউ সুযুগ |
ইকামা’র ভেলিডিটি হালনাগাদ রাখু’ন, বৈধ হিসেবে কাজ করুন
কথাটা শুনতে অনেক তিক্ত মনে হলেও এটাই বাস্তবতা। সৌদিতে কাজ করতে হলে আপনার ইকামা’র মেয়াদ ও হেলথ ইন্স্যুরেন্স আপডেটেড রাখু’ন। পরিস্থিতি এমন দাড়িয়েছে যে বহু সরকারী পরিসেবাই অবৈ’ধদের জন্য বন্ধ হয়ে গেছে বা হওয়ার পথে।
নিজেকে ঝুকিতে ফেলে আপনি
কার জন্য এত পরিশ্রম করবেন? খেয়ে না খেয়ে , গো’পনে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাকি দিয়ে যে পরিশ্রম করছেন, তা যাদের জন্য করছেন তারা কি আপনার এই শ্রমের কোন মূল্য দিবে? স ‘প্তাহের প্রায় প্রতিদিনই খেটে খাওয়া কেউ না কেউ এসে আমাকে তাদের গল্প শুনায়। যে গল্প বড় করুন। যে গল্প তাদের অর্জন ধুলিস্যাৎ এর গল্প। যে গল্প বি শ্বা’স হারানোর গল্প। ১৬ বছর, ২০ বছর সংসার করা স্ত্রী,
সন্তানদেরসহ এই কামলা দেয়া মানুষটার কষ্টার্জিত সারা জীবনের সম্পদ নিয়ে চলে যায়। আমা’র কাছে কেঁদে কেঁদে বলে যান পরিশ্রমের ভারে সুয়ে পরা সেই প্রবাসী। অবৈ’ধ হয়ে যখন ঝামেলায় পরবেন আইনী জটিলতায় আপনার রাষ্ট্রও বলবে আপনাকে তো অবৈ’ধভাবে থেকে কাজ করার জন্য বলিনি। এভাবে থেকে একটা ঝামেলা পাকালেন!
জানেন? যখন ইকামা’র মেয়াদ থাকেনা, ইন্স্যুরেন্স থাকেনা তখন যদি আপনি হঠাৎ অসুস্থ হয়ে পরেন তাহলে চিকিৎসা নেয়ার মত কোন চিকিৎসালয় পাবেন না? ভাই, দূর্মূল্যের এই ম হা’মা’রির কঠিন বাজারে কে আসবে এগিয়ে আপনার জন্য?
আপনি হয়তো ভাবছেন আর কয়টা দিন এভাবে থেকে আরো কিছু ইনকাম করে দেশে থাকা ছেলেটার একটা গতি করে তারপরে চলে যাবেন? জানেন এমন কতজন আমা’র টেবিলের সামনে বসে থেকে বলেছে? কিন্তু সে বা আমি ঘুনাক্ষরেও জানতামনা তার মালাকুল মঊত মাসখানেকের মধ্যেই চলে আসবে।
লা’শ ও পাঠানো যায়না আইনী জটিলতায় কিংবা টাকা পয়সার হিসেব করে। এমন কি যাদের জন্য এত কষ্ট করে কামান তারাও দেখে লা’শ নিতে এত টাকা লাগে ( অবৈ’ধ হওয়ায়) , থাক তাইলে আর দরকার নাই। এসবও শুনেছি, শুনে মাঝে মাঝে আকাশের তাকিয়ে থেকেছি আর ভেবেছি কাছের মানুষদের ছাড়া সোনালি সময় পার করে দেয়া এই পরিশ্রমী জীবটা জীবনে কি পেল?
সি’দ্ধান্ত নিন অবৈ’ধভাবে আর এক মুহুর্তও না
📌নোট: রিয়াদ, আলকাসিম, পূর্বাঞ্চল, তাবুক, আল জৌফসহ উত্তরাঞ্চলের যারা ইকামা’র মেয়াদবিহীন কিংবা হুরুব অবস্থায় আছেন তারা দেশে ফিরে যেতে চাইলে ইকামা ও পাসপোর্ট কপি নিয়ে দূতাবাসে আসুন। প্রয়োজনে ফোন করুন 8001000125