বিশেষ প্রতিনিধি:
যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের নির্দেশে বাংলাদেশ আওয়ামী যুবলীগের পক্ষ থেকে রাজধানী ঢাকার শাহজাহানপুর এলাকার ক্ষতিগ্রস্ত ও অভাবী হাজার মানুষের মাঝে ঈদুল ফিতরের শুভেচ্ছা উপহার হিসেবে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে দক্ষিণ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও যুবলীগ নেতা মোঃ সাব্বির হোসেন । মঙ্গলবার বিকেল ৩টার দিকে শান্তিবাগ উচ্চ বিদ্যালয় মাঠে ৫ শতাধিক পরিবারের মাঝে ঈদের শুভেচ্ছা হিসেবে এই ঈদের বাজার বিতরণ করা হয়।
ঈদ উপহার সামগ্রী বিতরণ শেষে সাব্বির বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ভাগ করে নেওয়ার জন্যই প্রধানমন্ত্রীর নির্দেশে ও যুবলীগ চেয়ারম্যান এর পক্ষে গরীব দুখি সাধারণ মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করলাম। কিন্তু বর্তমান করোনাকালে ক্ষতিগ্রস্ত ও অভাবী মানুষকে উপহার সামগ্রী দেওয়া আমার দায়িত্ব বলে মনে করি।
সেই সাথে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে দক্ষিণ ঢাকা বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তিনি। শুভেচ্ছা বার্তায় সাব্বির বলেন, সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা। ঈদ মানে আনন্দ, ঈদ মানে উৎসব। ঈদ মানে নিজেকে বিলিয়ে দেওয়া। ক্ষুদ্রতার ঊর্ধ্বে ওঠার চেষ্টা। বৃহতের সঙ্গে যুক্ত হওয়া। ঈদ উল ফিতর’র এই আনন্দঘন মুহুর্তে মহান আল্লাহর কাছে প্রার্থনা তিনি যেন আমাদের সকল ইবাদাত, ত্যাগ কবুল করে নেন। আমাদের গুনাহসমূহ ক্ষমা করে দেন।
মহামারী করোনা ভাইরাসে সরকারের সকল স্বাস্থ্যবিধি মেনে ঈদ উদযাপন করতে সকলকে অনুরোধ জানান এই সাবেক নেতা ।