ওহিদুল ইসলাম, শরীয়তপুর সদর উপজেলা প্রতিনিধি।
তারুন্যের শক্তি, দক্ষ যুব গড়ছে দেশ বাংলাদেশ সমৃদ্ধি বঙ্গবন্ধুর বাংলাদেশ যুব উদ্যোক্তা এই স্লোগান নিয়ে আজ রবিবার (১৪ মার্চ ২০২১ ইং) যুব সম্মেলন জেলা প্রশাসক শরীয়তপুর এর কার্যালয়ের সম্মুখস্থ অম্রকাননে আয়োজন করা হয়।
মো: জাহিদ আসান রাসেল এমপি মাননীয় প্রতিমন্ত্রী যুব ও ক্রীড়া মান্তণালয় বলেন, আমরা কতগুলো কর্মসূচি হাতে নিয়েছি। এরমধ্যে রয়েছে একটি যুব উদ্যোক্তা সম্মেলন ৷ তাছাড়া কৃষকদের কৃষি উপকরণ ও গবাদিপশু বিতরণের কর্মসূচি নিয়েছি।
এ সময় ইকবাল হোসেন অপু মাননীয় সংসদ সদস্য শরীয়তপুর ১ তিনি বলেন ইয়াবার ছোবল থেকে যুব সমাজকে মুক্ত করে মাদকমুক্ত বাংলাদেশ গঠনে কাজ করার আহ্বান জানিয়েছেন।
এর পরে বিকাল ৩টার সময়ে সাংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত সাংস্কৃতি অনুষ্ঠানে প্রতিক্ষণ ব্লাড রিজার্ভেশন অব বাংলাদেশ শরীয়তপুর জেলা শাখার সদস্যবৃন্দুরা অংশ গ্রহন করেন।
এসময় ছিলেন প্রধান অতিথি: মো: জাহিদ আসান রাসেল এমপি মাননীয় প্রতিমন্ত্রী যুব ও ক্রীড়া মান্তণালয়, বিশেষ অতিথি ছিলেন : এ.কে.এম. এনামুল হক শামীম এমপি মাননীয় প্রতিমন্ত্রী পানি সম্পদ মান্তণালয়, মো: ইকবাল হোসেন অপু মাননীয় সংসদ সদস্য শরীয়তপুর ১, নাহিম রাজ্জাক মননীয় সংসদ সদস্য শরীয়তপুর ৩, পারভীন হক সিকদার মাননীয় সংসদ সদস্য সংরক্ষিত মহিলা আসন ৩৯, মো: অখতার হোসেন সচিব যুব ও ক্রীড়া মান্তণালয়, এস.এম. আশরাফুজ্জামান পুলিশ সুপার শরীয়তপুর, মো: ছাবেদুল রহমান চেয়ারম্যান জেলার পরিষদ শরীয়তপুর, অনল কুমার দে, সাধারন সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ শরীয়তপুর জেলা শাখা, পারভেজ রহমান জন মেয়র শরীয়তপুর পৌরসভা, আল সাজিদুল ইসলাম দুলাল প্রতিক্ষণ ব্লাড রিজার্ভেশন অব বাংলাদেশ এর সভাপতিসাহ প্রমুখ।
সভাপতিত্ব করেন মো: পারভেজ হাসান জেলা প্রশাসক শরীয়তপুর।