বিশেষ প্রতিনিধি
আজ ১৪ জুন বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে সোমবার সিটি ব্লাড ব্যাংক ঢাকা ৩০০ জনকে সংবর্ধনা প্রাদান করে। স্বেচ্ছায় ও বিনামূল্যে রক্তদান করে মানুষের প্রাণ বাঁচাতে ভূমিকা রেখেছেন এমন ৩০০ জনকে সংবর্ধনা দিয়ে রক্ত বন্ধু খেতাবে ভূষিত করেছেন সিটি ব্লাডব্যাংক, ঢাকা নামের একটি রক্তদাতা সংগঠন।
‘দেহে আছে রক্ত করো যদি দান-মরিবে না তুমি বরং বাঁচিবে একটি প্রাণ’ এই প্রতিপাদ্য নিয়ে রাজধানীর একটি মিলনায়তনে রক্তবন্ধু সংবর্ধনার আয়জন করে সংগঠনটি।
করোনার দুর্যোগ সময়েও সিটি ব্লাডব্যাংক ঢাকা তাদের কার্যক্রম যথাসাধ্য চালু রেখেছেন। মানুষের পাশে দাঁড়িয়েছে এবং যথাসম্ভব ব্লাড যোগাড় করে দিচ্ছে।এটি সম্ভব হয়েছে মূলত স্বেচ্ছায় রক্তদানের কারনেই। তবে তাদের পাশাপাশি সুস্থ সচেতন আরও মানুষ কে স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসতে হবে।কারণ মুমূর্ষু মানুষের রক্তের চাহিদা অনেক।
সংগঠনের চেয়ারম্যান আব্দুল্লাহ আল-মারুফের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মুহাম্মদ সেলিম উদ্দিন। এ সময় তিনি বলেন রক্তদান একটি মহৎকর্ম। যাঁরা এই কাজটি স্বেচ্ছায় করেন বা করে যাচ্ছেন, তাঁরা নিঃসন্দেহে মহান মানুষ।
সেলিম উদ্দিন বলেন, প্রয়োজনের সময় এক ব্যাগ রক্ত একজন মানুষের জীবন-মরণের বড় নিয়ামক হয়ে দাঁড়ায়। তাই নিজে রক্ত দিন, অন্যকেও রক্তদানে উৎসাহিত করুন।
তিনি আরও বলেন, একজন সুস্থ মানুষ বছরে তিনবার রক্ত দিতে পারেন। তবে রক্ত দেওয়া ও নেওয়ার আগে রক্তের প্রয়োজনীয় পরীক্ষা করে নিতে হবে।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সিটি ব্লাড ব্যাংকের উপদেষ্টা সালাহউদ্দিন আইয়ুবি, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল জিহাদ খান, চেয়ারম্যান আব্দুল্লাহ আল-মারুফ, সদস্য সচিব সাব্বির বিন হারুন প্রমুখ।