সালাহ উদ্দিন সৈকত (গাজীপুর প্রতিনিধি)
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক এমপি বলেছেন,আগামী সংসদে নতুন আইন পাশের মাধ্যমে রাজাকারদের নামের তালিকা করা হবে।
গ্রামেগঞ্জে স্বাধীনতা যুদ্ধ বিরোধী ও পাক- মেলেটারীদের সহায়তা ও জানমাল লুটপাটের সাথে জড়িত রাজাকারদের নামের তালিকা করার মাধ্যমে স্বাধীনতা বিরোধীদের উৎখাত করা হবে।
তিনি আরও বলেন, এ মাসের মধ্যে মুক্তিযোদ্ধাদের নামের তালিকা যাচাই করে র্পূণাঙ্গ নামের তালিকা ঘোষণা করা হবে।
মন্ত্রী আকম মোজাম্মেল হক এমপি শুক্রবার বিকেলে কাঞ্চনপুর পালোয়ান বাড়ি জামে মসজিদের ৩য় তলা নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপনার উদ্বোধন কালে এসব কথা বলছেন।
বীর মুক্তিযোদ্ধা হাজী মোঃ সানোয়ার হোসনের সভাপতিত্বে অনুষ্ঠিত ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কালিয়াকৈর উপজলোর আওয়ামীলীগের সভাপতি মুরাদ কবীর, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ,গাজীপুর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আকবর আলী, কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ার হোসেন চৌধুরী, কালিয়াকৈর পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সিকদার জহরিুল ইসলাম জয়,চাপাইর ইউপি আওয়ামী লীগের সভাপতি নূরুল ইসলাম, সাধারণ সম্পাদক আলীম আল রাজী (রাজীব), বীর মুক্তিযোদ্ধা সামছুল আলম, ২নং চাপাইর ইউপি পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান সেতু প্রমুখ।
অপর দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজলোর পীরটেকী এলাকায় শুক্রবার দুপুরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এ্যাডভোকেট আ.ক.ম মোজাম্মেল হক এমপি পীরেরটেকি জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। জামে মসজিদ কমিটির সভাপতি সুলতান উদ্দিনের সভাপতিত্বে এসময় ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে আরো বক্তব্য করেন,কালিয়াকৈর উপজেলা ইউএনও কাজী হাফিজুল আমিন,উপজেলা পরিষেদের ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ,কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুরাদ কবীর,পৌর মেয়র মজিবুর রহমান,গাজীপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সিকদার মোশারফ হোসেন,গাজীপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আকবর আলী,পৌর আওয়ামী লীগের সভাপতি সরকার মোশারফ হোসেন জয়,সাধারণ সম্পাদক সিকদার জহিরুল ইসলাম জয় প্রমুখ।