মোঃফেরদৌস আহম্মেদ মিরাজ কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
রাজারহাট বিদ্যানন্দের রতিগ্রামে ডাচ্ বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং রতিগ্রাম শাখায় মায়ের দোয়া টেলিকম এ ঋণ বিতরণ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হলো। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার জনাবা নূরে তাসনীম মহদ্বয়.
মুখ্য আলোচক, মোঃ আবু জুয়েল রিজিওনাল ম্যানেজার রংপুর ব্রাঞ্চ ,বিশেষ অতিথি মোঃ সাখাওয়াত হোসেন সিনিয়র অফিসার কুড়িগ্রাম শাখা জনাব মোঃ মশিউর রহমান মন্ডল সমাজসেবা অফিসার রাজারহাট উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুল থেকে আগত সম্মানিত শিক্ষক শিক্ষিকা বৃন্দ । উদ্বোধন সভার সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ শামসুল হক বি এস সি সহকারী শিক্ষক রতিগ্রাম বি এল হাই স্কুল ।
এখন থেকে এখানে পার্সোনাল লোন হোম লোন সিকিউর লোন কার লোন অটো লোন হোম লোন কৃষি লোন সহজ কিস্তিতে পাওয়া যায়।