রাজারহাট উপজেলার নাজিম খান ইউনিয়নের বাছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে মুজিব জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে তরুন সমাজকে মাদকমুক্ত রাখতে মন ও মেধা বিকাশের লক্ষে বাছড়া ফোর ইয়াংস্টার আয়োজিত নৈশ্যকালীন ব্যাডম্যান্টন টুর্নামেন্টের আয়োজন করা হয়।এই টুর্নামেন্টে মোট আট টি দল টুর্নামেন্টে অংশ গ্রহণ করেন।উদ্বোধনী খেলায় কুড়িগ্রাম টিম একাদ্বশ ও রাজারহাট টিম একাদ্বশ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে নান্দনিক খেলা উপহার দেন।নৈশকালীন ব্যাডমিন্টন খেলা দেখতে কয়েকশত দর্শকের সমাগম ঘটে।উদ্বোধনী খেলায় কুড়িগ্রাম টিম একাদ্বশ বিজয়ী হয়ে দ্বিতীয় রাউন্ডে খেলা নিশ্চিত করেন।উক্ত টুর্নামেন্টে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃবজলুর রশিদ,প্রধান শিক্ষক বাছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শামসুদ্দোহা মিলটন সাধারণ সম্পাদক নাজিম খান ইউনিয়ন আওয়ামিলীগ।আয়োজক কমিটির অন্যতম সদস্য মিলন বসুনিয়া বলেন কিশোর সমাজ যাতে বিপথে না যায় মাদকাসক্ত না হয় তাই আমাদের এই ক্ষুদ্র আয়োজন।অন্যান্যদের উপস্থিত আছেন আসাদুজ্জামান বসুনিয়া,সিদ্দিকুর মন্ডল,ফারুক,মিলন বসুনিয়া,মোরশেদ,মামুন মন্ডল,সৌরভ মন্ডল,রেজা মন্ডল সহ আরও অনেকে।