• শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনাম
স্থানীয় সরকার প্রতিনিধিদের সাথে নিয়ে দলিত পিছিয়েপড়া জনগোষ্ঠীর মতবিনিময় সভা- কোন মায়ায় তুমি বেঁধেছো প্রেমিকেরে? মাহফুজ আলী কাদেরীর বিরুদ্ধে অপপ্রচারকারীদের গ্রেপ্তারের দাবীতে পাবনায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের মানব বন্ধন অনুষ্ঠিত লৌহজংয়ে চার প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা   লৌহজংয়ে ভূমিহীন-গৃহহীন ৪৫ পরিবারের মাঝে জমি ও গৃহ হস্তান্তর মাধবপুরে পবিত্র রমজান উপলক্ষে অসহায়দের মাঝে ইফতার”খাদ্য সামগ্রী বিতরণ লৌহজংয়ে দশ ট্রাক চায়না দুয়ারি আটক দৌলতখানে উঃ জয়নগর ইউনিয়নে জেলেদের মাঝে চাল বিতরণ ফরিদগঞ্জে ৩১ পরিবার মুজিবর্ষের ঘর প্রদানের মধ্যে দিয়ে উপজেলা ভূমিহীন মুক্ত ঘোষণা ভোলা কাচিয়া সাহামাদার মাধ্যমিক বিদ্যালয়ের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায়ী ও দোয়া অনুষ্ঠিত

রামগড় পৌরসভার ২০২২-২০২৩ অর্থবছরের বাজেট ঘোষণা 

দৈনিক আমাদের সংগ্রাম | পত্রিকা..... / ৫১ জন পড়েছে
প্রকাশিত সময়: মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২

সাইফুল ইসলাম,রামগড় প্রতিনিধি।খাগড়াছড়ির রামগড় পৌরসভার ২০২২-২০২৩ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা ও উন্নয়ন পরিকল্পনা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় পৌরসভা প্রাঙ্গনে পলাশ দেবনাথের সঞ্চালনায় রামগড় পৌরসভার মেয়র রফিকুল আলম কামাল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগড় ৪৩ বিজিবি’র অধিনায়ক লে: কর্ণেল হাফিজুর রহমান, পিএসসি।এবারের উন্মুক্ত বাজেটে ২০২২-২০২৩ অর্থবছরের কর, রেইট, ফিস সহ রাজস্ব খাতে সরকারি অনুদান, সরকারি ও প্রকল্প অনুদান, মূলধন, প্রারম্ভিক স্থিতিসহ সব মিলিয়ে সর্বমোট আয় ধরা হয়েছে ২৬ কোটি ৪৪ লাখ ৪৯ হাজার ৩ শত ৯৩ টাকা এবং স্বাস্থ্য ও পয়:প্রণালী, শিক্ষা, বিদ্যুৎ, সংস্থাপন ব্যয়, কর আদায় খরচ, বৃক্ষরোপন ও রক্ষণাবেক্ষণ, জাতীয় দিবস উদযাপন, খেলাধুলা, সাংস্কৃতিক, সাহায্য-সহযোগিতা, দুর্যোগ ব্যবস্থাপনা, জরুরি ত্রাণ,পানি শাখার ব্যয়, উন্নয়ন ও প্রকল্প ব্যয় ব্যয় ধরা হয়েছে ২৬ কোটি ৪৪ লাখ ৪৯ হাজার ৩ শত ৯৩ টাকা।উন্মুক্ত বাজেট ঘোষণাকালে পৌর মেয়র রফিকুল আলম কামাল বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাকে বাস্তবে রুপান্তরের জন্য বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি রামগড় পৌরসভাকে আরো আধুনিক নান্দনিক, জনবান্ধব পৌরসভা হিসেবে রুপান্তর করার লক্ষে পৌর এলাকার সকল নাগরিকদের সর্বাত্মক অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করেন।এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রামগড় সরকারী ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবদুল লতিফ, রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদিপ কুমার কারবারী, রামগড় উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মো. ইখতিয়ার উদ্দিন আরাফাত, সাবেক এমপি একেএম আলিম উল্যাহ, থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান. রামগড় উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. মোস্তফা হোসেন, ইউপি চেয়ারম্যান শাহআলম মজুমদার প্রমুখ। এছাড়াও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পৌরসভার কাউন্সিলরবৃন্দ, জনপ্রতিনিধি, বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
❌ নিউজ কপি করা নিষিদ্ধ ❌