স্টাফ রিপোর্টার – মাজহারুল ইসলাম বাদল।
পারিবারিক অভাব অনটনের জেরে বছর কয়েক আগে সৌদি প্রবাসী হন সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার বাসিন্দা যুবক জহুরুল ইসলাম। সৌদি আরবের রিয়াদ শহরে মেথরের চাকরির পাশাপাশি শুরু করেন সংঘবদ্ধ প্রতারণা। ভয়েস কলিং প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন সরকারী নম্বর ক্লোনিং করে সৌদিতে বসেই বাংলাদেশের বিভিন্ন ব্যাক্তিকে কল করে বিভিন্ন গোয়েন্দা সংস্থার ভুয়া পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা দাবি করেন,দেন অপহরণ কিংবা গুমের হুমকি। সম্প্রতি এই কুখ্যাত প্রতারক অনুসন্ধানমূলক জাতীয় সাপ্তাহিক পত্রিকা অগ্রযাত্রা’র সম্পাদক সাংবাদিক মেহেদী হাসান অর্নব কে গোয়েন্দা সংস্থা এনএসআই এর ভুয়া পরিচয়ে কল করে অপহরণের হুমকি দেয়। এ বিষয়ে সাংবাদিক মেহেদী হাসান মিরপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেন এবং বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তথ্য প্রমাণসহ বিষয়টি জানান। আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তে বেরিয়ে আসে জহুরুল নামের এই যুবকের প্রতারণার তথ্য। সৌদি আরবে বসে ইন্টারনেট ভিত্তিক কলিং এ্যাপস ব্যবহার করে দীর্ঘদিন ধরে বিভিন্ন গোয়েন্দা সংস্থার পরিচয়ে প্রতারণা করে আসছে জহুরুল। তার বাড়ি সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায়,তার প্রতারণা চক্রে আরো কয়েক প্রবাসী যুবল জড়িত আছে বলে অনুসন্ধানে জানা গেছে। এই প্রতারকের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নিতে রায়গঞ্জ থানা ও সৌদি দূতাবাস বরাবর অভিযোগের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন সাংবাদিক মেহেদী হাসান অর্নব।