বোদা উপজেলা প্রতিনিধি
রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বিপত্নীক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন আবারও বিয়ে করতে যাচ্ছেন বলে কানাঘুসো চলছে। যদিও মুঠোফোনে তিনি এ বিষয়ে কিছুই বলতে চাননি। তবে রেলভবনে মন্ত্রীর সঙ্গে দেখা করতে আসা মহিলা আওয়ামী লীগের একাধিক নেত্রী বিষয়টি সত্য বলে নিশ্চিত করেছেন।
তারা বলেন, সব ছেলে-মেয়েদের বিয়ের পরে তিনি বড্ড একা হয়ে পড়েছেন। তার একজন সঙ্গী তো দরকার। আমরাই সে ব্যবস্থা করছি।
৬৫ বছর বয়সী এই মন্ত্রী এবার একজন আইনজীবীকে বিয়ে করতে যাচ্ছেন বলে মন্ত্রীর একাধিক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছেন। যিনি আওয়ামী লীগের একজন কর্মীও বটে।
এর আগে রেল মন্ত্রণালয়ের দায়িত্বে মন্ত্রী মুজিবুল হক ৬৭ বছর বয়সে বিয়ে করে আলোচনার জন্ম দিয়েছিলেন। বর্তমানে তিনি তিন সন্তানের জনক।
২০১৮ সালের নির্বাচনের আগের দিন ২৯ ডিসেম্বর নূরুল ইসলাম সুজনের স্ত্রী, তিন সন্তানের জননী নিলুফার ইসলাম অসুস্থতায় ৫৮ বছর বয়সে মৃত্যুবরণ করেন। ভোটের পরদিন তার দাফন সম্পন্ন হয়। ওইদিন ভোটে তিনি জয়লাভ করেন।
পেশায় নূরুল ইসলাম সুজন সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী। তিনি বঙ্গবন্ধু হত্যা মামলারও একজন আইনজীবী ছিলেন। বর্তমান আওয়ামী লীগ সরকারের একাদশ জাতীয় সংসদে তিনি রেলমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।