র্যাব কর্তৃক চাঁপাইনবাবগঞ্জের শীর্ষ এক অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার।
মোঃ মেরাজ আলী চাঁপাইনবাবগঞ্জঃ
র্যাব-৫, রাজশাহী এর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল ৩১ মে ২০২১ তারিখ রাতে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের ম্যাংগো মার্কেটের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে শীর্ষ অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার করেছে র্যাব সদস্যরা।
গ্রেপ্তারকৃত সোহাগ (২০) চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার আন্দিপুর গ্রামের আশরাফুল ইসলাম ও রেহেনা বেগমের ছেলে।
র্যাবের প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ৩১ মে ২০২১ তারিখ রাত্রি সুয়া দশ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের মহারাজপুর গ্রামস্থ ম্যাংগো মার্কেটের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে (১) বিদেশী পিস্তল-০২টি, (২) ওয়ান শুটার গান-২টি, (৩) ম্যাগাজিন-০৩টি, (৪) গুলি-০৫ রাউন্ড, (৫) মোবাইল ফোন-০১টি এবং (৬) সীম কার্ড-০১টি উদ্ধার করে এবং সোহাগকে হাতেনাতে আটক করে।প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন যাবৎ অবৈধ অস্ত্র ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।
উপরোক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।