মোঃ এমদাদুল হক, স্টাফ রিপোর্টার।
ময়মনসিংহ জেলায়,
শনিবার দুপুরে গাঙ্গিনার পাড় এলাকায় ঘরের বাইরে বের হলে পুলিশি প্রশ্নের মূখোমুখি হন।
করোনাভাইরাসের সংক্রমণ রোধে লকডাউন মানতে কঠোর ময়মনসিংহের প্রশাসন। অলিগলিতে আড্ডা বন্ধে পুলিশকে কঠোর হতে নির্দেশনা দেওয়া হয়েছে।
জেলায় ৪৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে পরিচালিত হচ্ছে ভ্রাম্যমাণ আদালত। প্রশাসনকে সহায়তা করছেন সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পাড়া মহল্লায় পুলিশি তৎপরতা আরও বাড়ানো হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার।
জেলা প্রশাসন সূত্র জানায়, শনিবার সকাল থেকে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী মাঠে থাকলেও ভ্রাম্যমান আদালত বন্ধ ছিল। দুপুর ২ টা পর্যন্ত জেলায় ৩১৪টি মামলায় ১ লাখ ৮১ হাজার ১৩০ টাকা জরিমানা আদায় করা হয়।
শনিবার সকাল থেকে নগরীর বিভিন্ন পয়েন্টে ও উপজেলাগুলোতে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। সকাল থেকে বেশ কিছু সড়কে প্রশাসনের কঠোরতার চিত্র দেখা গেছে ।
অকারণে ঘর থেকে বের হলেই জরিমানার মুখে পড়তে হয়েছে তাদের। তবে প্রথম দুই দিনের তুলনায় শনিবার ঘর থেকে বেশি মানুষ বের হয়েছে। এছাড়া সন্ধ্যার পর গলিতে আড্ডা দেওয়া বন্ধে টহল দেবে পুলিশ।
চরপাড়া এলাকায় পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামান বলেন, মানুষকে ঘর থেকে বের না হওয়ার আহ্বান জানানো হচ্ছে। গত দু’দিনের তুলনায় মানুষের মাঝে ঘর থেকে বের হওয়ার প্রবণতা অনেক বেশি দেখা গেছে। অযথা ঘর থেকে বের হতে নিষেধ করেন তিনি।
তিনি আরও বলেন, দয়া করে কেউ ঘর থেকে বের হবেন না। অলিগলিতে সন্ধ্যার পর আড্ডা দেওয়ার প্রবণতা বৃদ্ধি পেয়েছে। আজ থেকে পুলিশ গলিতে টহল দেবে।