সিলেট প্রতিনিধিঃএইচ.এম.কাওছার আহমদ
লতিফিয়া ইমাম সোসাইটি সিলেট মহানগর শাখার ২০২১-২২ সালের কার্যকরী কমিটির কাউন্সিল ১৬.০২.২০২১ রোজ মঙ্গলবার সকাল ১০ঘটিকার সময় সোবহানীঘাট হাজী নওয়াব আলী জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন লতিফিয়া ইমাম সোসাইটি কেন্দ্রীয় পরিষদের আহবায়ক মুফতি গিয়াস উদ্দিন চৌধুরী ফুলতলী।
প্রধান অতিথির বক্তব্যে মুফতি গিয়াস উদ্দিন চৌধুরী ফুলতলী বলেন ইসলামের দৃষ্টিতে ইমামতি একটি মহান দায়িত্ব। এটি সুন্দর ও সম্মানজনক পেশা। মহানবী হযরত মোহাম্মদ (সা.) নিজে ইমামতি করেছেন। সাহাবিরাও এই মহান দায়িত্ব পালন করেছেন। ফজর থেকে এশা পাঁচ ওয়াক্ত সঠিক সময়ের মধ্যে নামাজ পড়ানোর দায়িত্ব পালন করেন মসজিদের ইমাম। আর এ প্রতিটি নামাজের আগেই সময় মেনে আযান ও ইক্বামত দেন মুয়াজ্জিন। খুব বেশি শারিরীক অসুস্থতা না থাকলে ঝড়-বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার মধ্যেই এ দুই পদে নিয়োজিত ব্যক্তিরা দায়িত্ব পালন করে চলেন নিয়মিত।
পরে সকলের সর্বসম্মতি ক্রমে মাওলানা ইমদাদুল হক কে সভাপতি ও হাঃমাওঃমোঃ মঈন উদ্দিন কে সাধারণ সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদ গঠিত হয়।
পরিষদের প্রধান উপদেষ্টা আল্লামা মুফতি গিয়াস উদ্দিন চৌধুরী ফুলতলী সদস্য আল্লামা কমর উদ্দিন চৌধুরী ফুলতলী সদস্য হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী সদস্য মাওলানা আব্দুল মুছাব্বির সদস্য মাওলানা জ.উ.ম.আব্দুল মুনায়িম সাহেব।
কার্যনিবাহী কমিটির অন্যান্যেরা হলেন সহ-সভাপতি মাওলানা জামিল আহমদ, মাওলানা মাহবুব আহমদ নাঈমী,আব্দুল মুক্তাদির, হাঃ বিলাল আহমদ,সহ-সাধারণ সম্পাদক হাঃমাওঃলিয়াকত আহমদ নোমান,মাওলানা মারুফ আহমদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুস ছামাদ, সহ-সাংগঠনিক সম্পাদক মাওঃহাঃআলী হোসেন জায়েদ,অর্থ সম্পাদক হাঃমাওঃআব্দুশ শুকুর, অফিস সম্পাদক মুশতাক আহমদ,সহ-অফিস সম্পাদক হাঃবুরহান উদ্দিন, প্রশিক্ষণ সম্পাদক হাঃমাওঃশামছুল ইসলাম,সহ-প্রশিক্ষণ সম্পাদক হাঃআকমল হোসেন,শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক হাফিজ জায়েদুল ইসলাম,সহ-শিক্ষাও সাংস্কৃতিক সম্পাদক হাঃমাওঃআমিনুল ইসলাম,সমাজ কল্যান সম্পাদক হাঃমাওঃআকমল হোসেন, সহ-সমাজ কল্যান সম্পাদক হাঃমাওঃআব্দুস শহীদ,কারী নুরুল হক,পাঠাগার সম্পাদক হাঃনাছির উদ্দিন, সহ-পাঠাগার সম্পাদক হাঃনাজমূল হোসেন,হাঃআচাদুর রহমান,কার্যকরী সদস্য মাওঃনাজির উদ্দিন, হাঃফখরুল ইসলাম,আব্দুর রউফ,হাঃজামিল আহমদ,মাওঃদেলওয়ার হোসেন, নূরুল ইসলাম, ফয়েজ আহমেদ প্রমূখ।