রুবেল আলী, নাটোর জেলা প্রতিনিধিঃ
গভীর রাতে মানুষ যখন ঘুমে মগ্ন ঠিক তখনই ভয়াবহ আগ্নিকান্ডে তিনটি বাড়ীর সমস্ত কিছু ভস্মীভূত হওয়ার ঘটনা ঘটেছে লালপুর উপজেলার বিলমাড়ীয়া ইউনিয়নাধীন নাগশোষা গ্রামে ।
গতকাল সোমবার( ২৯ শে মার্চ) দিবাগত রাত সাড়ে বারোটার দিকে নাগশোষা গ্রামের মোঃ বাদল মোল্লার বাড়ীর লোকজন হঠাৎ তাপ অনুভব করে ও ধোঁয়ার গন্ধ পায় ওঠে দেখে বাড়ীর গোয়াল ঘরে আগুন লেগেছে। হইচই করলে আশ পাশের লোকজন আসলেও আগুন ছড়িয়ে পড়ে বসত ঘরে। পরে মসজিদে মাইকিং করলে নাগশোষা ও আশ পাশের এলাকার লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করলে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে। পরবর্তীতে খবর পেয়ে লালপুর উপজেলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত এসে রাত ২ টা নাগাদ আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সুত্রে জানা যায়, বিলমাড়ীয়ার নাগশোষা গ্রামে বাদল মোল্লার বাড়ীতে মশার কয়েল থেকে আগুনের সুত্রপাত হয় এবং পরে তা দ্রুত ছড়িয়ে পড়ে বসত বাড়ীতে ।
এ ঘটনায় ৩ টি পরিবারের ৫ টি আধাপাকা বসত ঘর,২ টি রান্নাঘর, ১ টি গরুর গোয়াল ঘর ও ২ টি ছাগল পুড়ে যায়। এছাড়াও নগদ দেড় লক্ষ টাকা সহ মোট আনুমানিক প্রায় ৭ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়।
অগ্নিদগ্ধ পরিবারগুলো সর্বস্ব হারিয়ে নিঃশ হয়েছেন বলে জানান তারা। পাশাপাশি স্থানীয় নেতৃবৃন্দ ও উপজেলা প্রশাসনের নিকট সহযোগীতা কামনা করেন।