ফৌজি হাসান খান রিকু, লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের লৌহজংয়ে ইংরেজি পাঠ্যক্রমের উপর দক্ষতা উন্নয়নে শিক্ষকদের নিয়ে কর্মশালা হয়েছে। উপজেলার লৌহজং মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে গতকাল শনিবার দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করে বাংলাদেশ ইংরেজি শিক্ষক সমিতি (ইটিএবি)। উপজেলা প্রশাসন, উপজেলা মাধ্যমিক শিক্ষা পরিবার ও লৌহজং মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সহযোগিতায় কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুল আউয়াল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি নৃপেন্দ্র চন্দ্র দাস। শিক্ষক ফজলুল বারীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফেরদাউস হিলাল। কর্মশালায় প্রশিক্ষক ছিলেন ইটিএবির সভাপতি মাসুম বিল্লাহ, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মো. জাকির হোসেন তালুকদার, ঢাকায় ব্রিটিশ কাউন্সিলের প্রশিক্ষক অ্যান্ড্রু রকফোর্ড, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মনিরুজ্জামান ও রোমেনা আফরোজ। উপজেলার বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ৮০ জন ইংরেজি শিক্ষক কর্মশালায় অংশগ্রহণ করেন।#