ফৌজি হাসান খান রিকু, লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুজিব বর্ষের অঙ্গিকার, কৃষি হবে দুর্বার’ এই প্রতিপাদ্য-কে সামনে রেখে চলতি ২০২২-২৩ অর্থ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় মুন্সীগঞ্জের লৌহজংয়ে ৫’শতাধিক ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক ও কৃষাণীদের বিনামূল্যে বীজ বিতরণ করা হয়েছে।বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদের মিলনায়তনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলার কৃষক ও কৃষানীর মাঝে পেঁয়াজ ও সরিষা বীজ বিতরণ করা হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল আউয়ালের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. শরীফুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. তোফাজ্জল হোসেন তপন।বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান রিনা ইসলাম, লৌহজং-তেউটিয়া ইউপি চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম মোল্লা প্রমুখ।পরে কৃষক কৃষাণীদের মাঝে এসব বীজ বিতরণ করা হয় ।#