ফৌজি হাসান খান রিকু লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ “স্মার্ট বাংলাদেশ, স্মার্ট ক্রীড়াঙ্গন- শেখ হাসিনার দর্শন” এ স্লোগানে মুন্সীগঞ্জের লৌহজংয়ে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার আয়োজনে বৃহস্পতিবার দুপুরে উপজেলা চত্বর থেকে একটি র্যালি বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে এসে শেষ হয়।পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আব্দুল আউয়াল এর সভাপতিত্বে এসময় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. তোফাজ্জল হোসেন তপন, একাডেমি সুপারভাইজার মো. সোহেল হায়দার খান, উপজেলা সমাজ সেবা অফিসার মো.বাদশাহ ফয়সাল, উপজেলা নির্বাচন অফিসার মো. রিয়াজ আহমেদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আরাধনা রানী কর্মকার, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা আঙ্গুরা খাতুন প্রমুখ।#