ফৌজি হাসান খান রিকু, লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের লৌহজংয়ে আলহাজ্ব এম নুরুল ইসলাম খান স্মৃতি স্মরণে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার গাওদিয়া ইউনিয়নের ডহরি বাজার সংগ্লন শামুরবাড়ি কদমতলী মাঠে শুক্রবার বিকাল ৫টার দিকে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। নওপাড়া একাদশের সাথে ডহরি একাদশ এ ফাইনাল খেলায় অংশ গ্রহণ করেন। এতে জয় ছিনিয়ে নেন ডহরি একাদশ। ধাইদা ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার সভাপতি বীর মুক্তিযাদ্ধা নিয়াজ আহমেদ চাকলাদারের সভাপতিত্বে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুর রশিদ শিকদার, সাংগঠনিক সম্পাদক আবু ফয়সাল নিপু ফকির, গাওদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম ফকির, কলমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল মোতালেব শেখ, সমাজসেবক শেখ মো. আসলাম প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন, সাবেক জেলা পরিষদের সদস্য মো. ইদ্রিস আলী শেখ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারন সম্পাদক মো. মেহেদি হাসান, মো. কামরুজ্জামান অরুন বেপারী, গাওদিয়া ইউনিয়ন যুব লীগের সাধারন সম্পাদক শেখ আয়নাল হাসান, মো. খোরশেদ আলম শিকদার,গাওদিয়া ২নং ওয়ার্ড ইউপি সদস্য মো. রাশেদুল ইসলাম, হামিদ চাকলাদার, কলমা ইউনিয়ন আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক মো. নবীন চাকলাদার, ডহরি সরকারি প্রথমিক বিদ্যালয়ের সভাপতি মো. রিপন বাছার, মো. বুলবুল শেখ, মো. পাভেল দেওয়ান, প্রমুখ। খেলা শেষে সন্ধ্যা ৬টার দিকে খেলোয়াড়দের মাঝে পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দ।#