ফৌজি হাসান খান রিকু, লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের লৌহজংয়ে হিন্দু ধর্মাবলম্বীরা পূর্নিমার প্রথম প্রহরে পদ্মা নদীর জলে স্নান করে মনবাসনা পূর্ন এবং পাঁপমোচন হবে এই বিশ্বাস নিয়ে পূন্যস্নানা অনুষ্ঠিত হয়েছে। সময়ের ব্যবধানে রাসমেলার এই উৎসব নানা ধর্ম ও বর্নের মধ্যে ছরিয়ে পরেছে। সনাতন ধর্মাবলম্বীদের পূন্যস্নানে অসংক্ষ্য পর্যটকদের আগমন ঘটে পদ্মার পাড়ে।মূখরিত হয়ে উঠে মাওয়ার পুরাতন ঘাট এলাকার পদ্মার তীর। প্রতি বছর এই উৎসব মানুষের মিলন মেলায় রূপ নেয় মাওয়ার পদ্মার পাড়।পূন্যস্নানে নিরাপদে যাতায়তের জন্য তীর্থ যাএী ও দর্শনার্থীদের জন্য পদ্মা সেতু উত্তর থানা নিছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করেছে। এই বিষয়ে পদ্মা সেতুর উত্তর থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসাইন জানান, এই পূর্নিমার প্রথম প্রহরে পূন্য স্নান কে কেন্দ্র করে দুরদুরান্ত থেকে আসা তীর্থযাএী পূর্নার্থী ও পর্যটকদের যাতায়াতের সব রকম নিরাপত্তার ব্যবস্থা গ্রহন করা হয়েছে। জনগনের জান মালের নিরাপত্তার জন্য পদ্মা সেতু উত্তর থানা টোল ঘর থেকে মাওয়া চৌরাস্তা হয়ে পুরাতন ফেরি ঘাট এলাকায়, নৌ-পুলিশ, কোস্টগার্ড ও র্যাবের টহল দল নিছিদ্র নিরাপত্তার ব্যবস্থা গ্রহন করে।