ফৌজি হাসান খান রিকু, লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ প্রশিক্ষিত যুব উন্নত দেশ,বঙ্গবন্ধুর বাংলাদেশ’এই প্রতিপাদ্য নিয়ে মুন্সীগঞ্জের লৌহজংয়ে জাতীয় যুব দিবস ২০২২ পালন করা হয়েছে।দিবসটি উপলক্ষে আলোচনা সভা, যুব ঋণের চেক ও প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ করা হয়।মঙ্গলবার (০১ নভেম্বর) দুপুরে লৌহজং উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে দিবসটি অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল আউয়ালের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাসুদুল আলম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. শরীফুল ইসলাম, লৌহজং প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান ঝিলু, সাধারন সম্পাদক মো. শওকত হোসেন প্রমুখ।সভাশেষে গবাদি পশু পালন, মৎস্যচাষ, ব্লকবুটিক, ক্রাফটীং কম্পিউটারসহ বিভিন্ন ক্যাটাগরিতে ৯ জনের মাঝে ৭লক্ষ টাকার চেক ও ২০ জনকে মৎস্যচাষী প্রশিক্ষনশেষে সনদ বিতরণ করা হয়।