ফরিদপুর প্রতিনিধি: ফকির নয়ন
ফরিদপুরের চরভদ্রাসন থানার ওসি মানবতার সেবায় নিয়োজিত, দিনরাত খেটে দায়িত্ব পালন করে যাচ্ছেন লকডাউন বাস্তবায়নের জন্য, চরভদ্রাসন থানার ওসি মোঃ জাকারিয়া হোসেন।
এছাড়া ওসি মোঃ জাকারিয়া হোসেনের এত ব্যস্ততার মাঝেও তিনি থেমে নেই অসহায় মানুষের দিকে রয়েছে তার নজর। করোনা কালীন লকডাউনএ বাসা বাড়িতে কাজ করে জীবন যাপন করেন, কাজ না থাকার কারণে আজ রবিবার ০১ /০৮/ ২০২১ বিএস ডাঙ্গী থেকে দুইজন অসহায় পরিবার আনুমানিক রাত ৮ দিকে।
ওসি স্যারের কাছে এসে বলেন স্যার আমি বেশ কয়েকদিন ধরে অনেক কষ্টে চলতেছি স্যার আমাদের জন্য কিছু করেন কথাগুলো শুনে ওসি মোঃ জাকারিয়া হোসেন তাৎক্ষণিক নিজ উদ্যোগে দুইজনের হাতে দুটি প্যাকেট তুলে দেন।
এ সময়ে তার সাথে উপস্থিত ছিলেন উপ-পরিদর্শক আওলাদ হোসেন। প্যাকেটের ভিতরে ৫ কেজি চিকোন চাউল, ১ কেজি আলুু, ১ কেজি পিয়াস, ১ কেজি মসুরি ডাল, ১ কেজি লবণ, এবং হাফ লিটার তেল।
এ যেন অসহায় মানুষের জন্য মানবতার ফেরিওয়ালা ওসি মোঃ জাকারিয়া হোসেন।