ওহিদুল ইসলাম, শরীয়তপুর সদর উপজেলা প্রতিনিধি।
শ্রমজীবী মানুষের মুখে তুলে দেই ক্ষুধার অন্ন এই প্রতিপাদ্য স্লোগান নিয়ে শরীয়তপুর জেলা প্রশাসনের আয়োজনে এবং শরীয়তপুর সদর উপজেলা প্রশাসন ও ৭১’র চেতনা, শরীয়তপুর জেলা শাখার সহযোগিতায় রোজ শনিবার (২২ মে) বিকাল ৫টা ৩০ মিনিটে দ্বিতীয় ধাপে তৃতীয় দিনের মতো নগরীর প্রেমতলা বাজারে শ্রমজীবী (দিনমজুর, রিক্সাচালক, ভ্যানচালক) মানুষের মাঝে নিজেদের তৈরি খাবার (১০০ প্যাকেট) বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়, শরীয়তপুরের সহকারী কমিশনার অভিজিৎ সূত্রধর, ৭১’র চেতনা, শরীয়তপুর জেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ সজিব খান প্রমুখ।
সহকারী কমিশনার অভিজিৎ সূত্রধর বলেন, এটি তারুণ্যের শক্তিতে উজ্জীবিত একটি শাণিত শরীয়তপুর উদ্যোগ। কোভিড-১৯ কালীন সময়ে সামনের দিনগুলোতেও এমন উদ্যােগ অব্যাহত থাকবে।