ওহিদুল ইসলাম, শরীয়তপুর সদর উপজেলা প্রতিনিধি।
শরীয়তপুর জাজিরায় ফরহাদ মল্লিক (২৬) হত্যার ঘটনায় গ্রেফতারকৃত ০৭ (সাঁত) আসামীকে পুলিশ রিমান্ডে নিয়ে উদ্ধার হলো আরও ০৫ রাউন্ড শর্টগানের কার্তুজ
জমি-জমা সংক্রান্ত বিরোধের বিষয়কে কেন্দ্র করিয়া গত ইং ২৭/০১/২০২১ তারিখ বেলা অনুমান ১১.০০ ঘটিকার সময় জাজিরা থানাধীন নাওডোবা এলাকায় দুই পক্ষরে মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। উক্ত সংঘর্ষের ঘটনায় বন্দুক, শর্ট গান, পিস্তল/রিভালবাটসহ আরও দেশীয় অস্ত্রশস্ত্র ব্যবহৃত হয়। ব্যাপক সংঘর্ষ চলাকালে গুলি বিদ্ধ হইয়া ফরহাদ মল্লিক (২৬), পিতা- মৃতঃ তৈয়ব আলী মল্লিক, সাং- তাহের মল্লিক কান্দি, থানা- জাজিরা, জেলা- শরীয়তপুর মৃত্যুবরণ করে।
পুলিশ সুপার, শরীয়তপুর জনাব এস. এম. আশরাফুজ্জামান এঁর দিকনির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল), শরীয়তপুর জনাব এস. এম. মিজানুর রহমান এর নেতৃত্বে ও অভিযান পরিচালনায় ০৭ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত এজাহারভুক্ত আসামী ১। মোহাম্মদ আলী বেপারী(৩২), পিতা- মৃত আবুল কাশেম বেপারী, সাং- কাঠাল বাড়ী, থানা- শিবচর, জেলা- মাদারীপুর, ২। মতিউর রহমান ওরফে মতি মোল্যা(৩০), ৩।মোতালেব মোল্যা(৩৫), উভয় পিতা- মৃত সুলতান মোল্যা, সাং- সাহেদালী গোমস্তার কান্দী, উভয় থানা-জাজিরা, জেলা-শরীয়তপুর ৪। ফজলু মোল্যা (৪২), পিতা- মৃত আজিত মোল্যা, ৫। এরশাদ বেপারী(৩৮) পিতা- ছোহরাব CTবেপারী, ৬। শুভ মুন্সী (২৮), পিতা-শাহিন মুন্সী, ৭। সোহেল খা(৩৫), পিতা- ইসমাইল খা, সর্ব সাং- কাঠাল বাড়ী, থানা- শিবচর, জেলা- মাদারীপুর সাঁত জনকেই শরীয়তপুর কোর্টে প্রেরন করা হয়।
পরবর্তীতে গ্রেফতারকৃত ০৭ আসামীর ০৩ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করে কোর্ট, এবং অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল), শরীয়তপুর জনাব এস. এম. মিজানুর রহমান এর নেতৃত্বে পুলিশ রিমান্ডে আসামী এরশাদ বেপারী (৩৮) এর তথ্যমতে ঘটনাস্থলে ছামেদ আলী বেপারির ঘরের সামনে হতে অদ্য ০১/০২/২০২১ খ্রিঃ তারিখে বালু খুড়ে ০৫ রাউন্ড শর্টগানের কার্তুজ উদ্ধার করা হয়।