শশুড়ের বেটি
কত দূর হতে কাছে এসে পরিচিত
হয়েছো তুমি, আপন ভুলিয়া পরকে
আপন করিয়া বেধেছো কঠিন জুটি;
কি বলি এসব, তুমিতো শশুড়েরই বেটি!
কত কষ্টে আপনকে পর করে আসা,
অপরিচিতকেই নিজের করে নিয়ে-
গভীর থেকে গভীরতর ভালবাসা;
কত যতনে চুল করিয়াছো আঁটি,
স্বপ্ন বুনেছো রঙিন আলপনা দিয়ে;
মেতেছো আজ মনে মেখে মজার খুনশুটি-
আরে কাকে বলি, এতো শশুড়েরই বেটি!
তোমার উৎসাহে পথ পেরোবো আমি,
তোমার আটকানোতে থমকে-
দাঁড়াবো সব কাজের মূল্য ফেলি,
তোমার খোঁপায় সাজাবো-
কদম, কেয়া আর বেলি।
নিজেরেই দেখিতে হাতে লভিবে আয়নাটি;
হালকা ধমকে বলিবো-
এখনো দাড়িয়ে শশুড়ের বেটি!
কলমে: মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম