আলিফ নূর শর্মী
আজ (১২.১২.২০২০) “অপরাহ্ন” স্বেচ্ছাসেবী সংগঠন আয়োজিত, ঢাকায় উত্তরা সেক্টর ১১, সেক্টর ১২, এবং সেক্টর ১৩ তে অসচ্ছল এবং দুঃস্থ পথচারীদের মধ্যে ৪০ টি কম্বল বিতরণ করা হয়।
এতে উপস্থিত ছিলেন ‘অপরাহ্ন’ সংগঠনের প্রতিষ্ঠাতা সাফায়াত উল্লাহ সাগর, সহপ্রতিষ্ঠাতা সাজিদুর রহমান সহ অন্যান্য সদস্য শীবলি সাদিক, শাফকাত আমিন ইয়াদ, রায়হান উল ইসলাম এবং মাহমুদ অভি উপস্থিত ছিলেন।
অপরাহ্ন একটি স্বেচ্ছাসেবী সংগঠন। এই সংগঠনটি মূলত করোনাকে কেন্দ্র করে খোলা হয়েছিল।
এই সংগঠনের বেশীর ভাগ সদস্য স্কুল,কলেজ, ডেন্টাল, মেডিকেল এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এসব শিক্ষার্থীরা তাদের নিজেদের জমানো টাকা দিয়ে দুঃস্থ মানুষদের সাহায্য করে আসছে।
এই করোনায় চাকুরী হারানো অনেক পরিবারের পাশে এসে দাঁড়ায় তারা। অনলাইনে বাজার করে দেওয়া সহ আরও নানা কাজে তারা অস্বচ্ছল মানুষের সহায়তা করে আসছেন।
সংগঠনের প্রতিষ্ঠাতা জানান ভবিষ্যতে ফ্রি মেডিকেল ক্যাম্প সহ আরও নানা ধরণের সমাজসেবামূলক কাজ করার পরিকল্পনা রয়েছে তাদের।