সাইফুল আলম, বিশেষ প্রতিনিধিঃ
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামা ও বীর মুক্তিযোদ্ধা শেখ আকরাম হোসেনের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৯ ডিসেম্বর শনিবার ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার বরুকা সামাজিক উন্নয়ন সংগঠনের উদ্যোগে মন্ডল নিকেতন প্রাঙ্গণে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলে সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
২০০৮ সালের নভেম্বর মাসে জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার নমিনি হয়ে নমিনেশন পত্র দাখিল করেছিলেন শেখ আকরাম হোসেন। কর্মময় জীবনের দ্যুতিময় পথ চলার অস্তিত্ব গৌরবের ইতিহাস গড়ে ২০০৮ সালের ১৯ ডিসেম্বর অবধারিত মৃত্যুর কোলে ঢলে পড়েন মহান এই দেশপ্রেমিক নেতা শেখ আকরাম হোসেন।