আবু বকর সিদ্দিক বাবু শেরপুর প্রতিনিধি:
শেরপুর জেলার নকলা উপজেলায় আল আমিন নামে এক বিদ্যুৎ শ্রমিক বিদ্যুৎ স্পৃষ্টে নিহত হয়েছে। নিহত আল আমিন নকলা উপজেলার চরঅষ্টধর ইউনিয়নের নারায়নখোলা বেপারীপাড়া গ্ৰামের মনর উদ্দিনের ছেলে। ৩ এপ্রিল শনিবার দুপুরের দিকে স্থানীয় হাফিজ উদ্দিনের ঘরে বিদ্যুৎ লাইনের সংযোগের কাজ করার সময় এই ঘটনাটি ঘটে।
নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, নিহত আলামিন ও চর বসন্তি গ্রামের রতন মিয়া শনিবার সকাল হতে হাফিজ উদ্দিনের ঘরে বিদ্যুৎ সংযোগের কাজ করার সময় অসাবধানবশত আলামিন বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হয়।
পরে তাকে উদ্ধার করে নকলা হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। চরঅষ্টধর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী ও স্থানীয় ইয়াসিন আরাফাত ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এলাকাবাসী অনেকেই জানান আলামিন বিদ্যুৎ শ্রমিকের কাজ করলেও তার কোনো প্রশিক্ষণ ছিল না। সে চর বসন্তী এলাকার বিদ্যুৎ শ্রমিক রতন মিয়ার সহকারী হিসেবে কাজ শিখতেছিল।