ওহিদুল ইসলাম, শরীয়তপুর সদর উপজেলা প্রতিনিধি।
আজ ১লা মে শনিবার আন্তর্জাতিক শ্রম দিবস – ২০২১ ও মাহে রমজান উপলক্ষে এপেক্স বাংলাদেশের ২০২১ সালের জাতীয় বোর্ড কর্তৃক পূর্ব ঘোষিত মাসব্যাপী সেবা কার্যক্রম এর অংশ হিসাবে মতিঝিল স্টেশনে দেশের মেগা প্রকল্প মেট্রো রেল নির্মাণে নিয়োজিত শ্রমিকদের সাথে মহান মে দিবস উদযাপন ও তাদের মাঝে ইফতার বিতরণ করা হয় । উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের জাতীয় সভাপতি এপেক্সিয়ান ভুবন লাল ভারতী ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সহ সভাপতি এপেক্সিয়ান রুহুল মঈন চৌধুরি, অতিত জাতীয় সভাপতি এপেক্সিয়ান এম এ কাইয়ুম চৌধুরী আরও উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের এন ই ডি এপেক্সিয়ান আনোয়ার হোসেন, জাতীয় সেবা পরিচালক এপেক্সিয়ান এজাজ মাহমুদ রনি, জেলা -১ এর গভর্নর এপেক্সিয়ান এ্যাড.আব্দুর রহিম রনি, জাতীয় জাতীয় সচিব এপেক্সিয়ান মোঃ রফিকুল ইসলাম, জাতীয় নির্বাহী সচিব এপেক্সিয়ান মো : রফিকুল ইসলাম সোহাগ, সিসি এ সি এপেক্সিয়ান শরীফ উদ্দিন ভুইয়া, পি ডি জি -২ এপেক্সিয়ান ফয়সাল শাহেদ সুমন। এপেক্স ক্লাব অব ঢাকার সভাপতি এপেক্সিয়ান আবুল কালাম আজাদ প্রমুখ।
প্রধান অতিথি এপে. ভুবন লাল ভারতী বলেন এপেক্স বাংলাদেশ অস্ট্রেলিয়া ভিত্তিক একটি আন্তর্জাতিক সংগঠন। ১৯৬১ সাল থেকে বাংলাদেশ কম ভাগ্যবান মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। তিনি শ্রমিকদের উদ্দেশে বলেন দেশের অবকাঠামো নির্মাণ শ্রমিকদের ভূমিকা অনস্বীকার্য। এ সেবা পুরো রমজান মাসজুরেই হবে।