• রবিবার, ০২ এপ্রিল ২০২৩, ০৭:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম

শ্রীপুরে একাধিক মামলা ও সাংবাদিক রুবেলের উপর হামলার আসামি ইউপি সদস্য গ্রেফতার।

দৈনিক আমাদের সংগ্রাম | পত্রিকা..... / ১৬৪ জন পড়েছে
প্রকাশিত সময়: বুধবার, ৫ মে, ২০২১

সালাহ উদ্দিন সৈকত(গাজীপুর প্রতিনিধি)

 

গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য কলিম উদ্দিনকে গ্রেফতার করেছে শ্রীপুর থানা পুলিশ।মঙ্গলবার (৪ মে) বিকেলের দিকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন,শ্রীপুর থানারভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন।

 

গ্রেফতারকৃত কলিম উদ্দিন কাওরাইদ ইউনিয়নের বিধাই গ্রামের কাশেমপুর বাজার এলাকার মৃত আব্দুল হেকিমের ছেলে।এর আগেও,তার বিরুদ্ধে একাধিক মামলা চলমান আছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

এ-ই ইউপি সদস্যের বিরুদ্ধে একাধিক মামলা থাকার কথা স্বীকার করে কাওরাইদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাড. মোঃ আজিজুল হক আজিজ বলেন,”বন বিভাগের সাজাপ্রাপ্ত মামলায় তিনি গ্রেফতার হয়েছেন।যেটা থেকে জামিন নেওয়ার জন্য বারবারই আমি তাকে অনুরোধ করেছিলাম কিন্তু তিনি এ বিষয়ে গুরুত্ব দেননি।”

 

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন জানান,”বন বিভাগের একটি মামলায় দন্ডপ্রাপ্ত হওয়ায় মঙ্গলবার বিকেলে নিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।আজ বুধবার তাকে আদালতে পাঠানো হবে বলেও জানান তিনি।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
❌ নিউজ কপি করা নিষিদ্ধ ❌