• রবিবার, ০২ এপ্রিল ২০২৩, ০৭:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম

সংগীত শিল্পী ফকির আলমগীরের মৃত্যুতে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর শোক।

দৈনিক আমাদের সংগ্রাম | পত্রিকা..... / ৩৯০ জন পড়েছে
প্রকাশিত সময়: শনিবার, ২৪ জুলাই, ২০২১

মোঃ রবিউল ইসলাম, জামালপুর জেলা প্রতিনিধিঃ

একুশে পদক প্রাপ্ত জনপ্রিয় সংগীত শিল্পী ফকির আলমগীরের মৃত্যুতে গভীর শোক ও আন্তরিক দুঃখ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি।
এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

প্রতিমন্ত্রী বলেন, এ দেশের সংগীতকে গণমানুষের প্রাণের গভীরে নিয়ে যাবার ক্ষেত্রে ফকির আলমগীর অবদান অবিস্মরণীয়। ষাটের দশকে বিভিন্ন আন্দোলন–সংগ্রামে এবং ’৬৯-এর গণ–অভ্যুত্থানে গণসংগীত পরিবেশনের মাধ্যমে এক বিশেষ ভূমিকা পালন করেন এ গুনী শিল্পী। গণ–অভ্যুথান, ’৭১–এর মুক্তিযুদ্ধ ও ৯০–এর সামরিক শাসনবিরোধী গণ–আন্দোলনে তিনি শামিল হয়েছিলেন তাঁর গান দিয়ে।

তাঁর বেশ কয়েকটি গান দারুণ জনপ্রিয়তা পায়। এর মধ্যে ‘ও সখিনা’ ‘এমন দরদী ভবে কেউ হবেনা’, ‘ন্যানসন ম্যান্ডেলা’, গান এখনো মানুষের মুখে মুখে ফেরে।

কালজয়ী এ শিল্পী মানুষের হৃদয়ে বেঁচে থাকবে অনন্তকাল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
❌ নিউজ কপি করা নিষিদ্ধ ❌