সত্যায়ণ মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম
তোমাকে ঘিরে চলার প্রয়াস করিতেছি হেনো,
তুমি কি তা জানো?
জানবে কেমনে!
এখনোতো আমাদের হয়নি বসা একে অপরের সামনে।
কতোদিন পেরোলো-
অসাক্ষাতে খুঁজ নিয়েছো কি কভু!
বুকেতে আমার- মাথা লোকাতে তোমায় সৃজিছেন প্রভু।
হারালে অজ্ঞতায়,
বুঝিবে অদূরে; বেলা ফুরালে।
তুমি জানো?
তোমার সপ্তাকাশের পরে বিধাতে আমায় গড়েছেন-
রক্তপ্রতিম নয়, কিন্তু সূর্য সম করে।
তুমি চাঁদ হবে- রাতেরও আধারে,
আলো ছড়াতে কুঁড়ের নীরে।
শূণ্যে কখনো বায়ু প্রবাহিলে;
প্রাচীর সম লভিবে তোমার আঙিনাতে!
তুমিতো জানোনা!
শত জনম হলেও এ ধরার পরে-
সহস্র যুগ গেলেও চলি;
আমার পাণিতে তোমার হস্ত জোড়িবে-
যুগে-যুগে আঁকিতে পদাঙ্কগুলি!