ইমাম হোসেন ;নোয়াখালী প্রতিনিধিঃ
রাত সোয়া আটটার দিকে নোয়াখালী জেলা আওয়ামীলীগের সভাপতি এ এইচ এম খায়রুল আনম সেলিম বলেন দলের শান্তি রক্ষার্থে কাদের মির্জার অব্যাহতির বিষয়টা আমি প্রত্যাহার করেছি। কিন্তু সাধারণ সম্পাদক বললেন আমি প্রত্যাহারের কিছুই জানিনা।
সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জাকে সংগঠনের সব কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। শনিবার সন্ধ্যায় সোয়া ছয়টায় গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক চিঠিতে কাদের মির্জাকে এ অব্যাহতি দেওয়া হয়।