রোকন বিশ্বাস-ষ্টাফ রিপোর্টারঃ বর্তমান সামাজিক মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা খুবই দ্রুতগামী হয়েছে বাংলাদেশে।প্রযুক্তিতে উন্নত হচ্ছে গোটা বাংলাদেশ।প্রযুক্তিবিদগন গবেষণা করেই লক্ষ কোটি মানুষের মাঝে পোঁছে দিয়েছে অ্যান্ড্রয়েড মোবাইল ফোন যা দিয়ে আমরা সহজেই যোগাযোগ করতে সক্ষম পার ন্যানো-সেকেন্ডের মধ্যেই।প্রতিটি মূহুর্তের মধ্যেই আমরা পাচ্ছি নানা খোঁজ খবর বিনোদনসহ বিভিন্ন সুবিধা।প্রযুক্তির মাঝেই উন্নত হচ্ছে বাংলাদেশ এটা বিশ্বাস রাখে সাধারণ মানুষ।কিন্তু কিছু কিছু অ্যাপস আছে যা খুবই ভয়ংকর স্বরুপ কাজ করছে বলে জানা যায় সেই অ্যাপসের মধ্যেই পরে আছে টিকটক আইডি এই খানে মানুষ দ্রুত নিজেকে চেনানোর জন্যই বিভিন্ন অঙ্গিভঙ্গিতেই ভিডিও তৈরি করে দ্রুত নিজেকে বানিজ্য করে অনলাইনে সেই সকল দৃশ্য দেখেই মানুষ চিনে নেয় কে কি বা কেমন পরিবারের সন্তান?তবে টিকটক আইডি বর্তমান প্রেক্ষাপটে আরো বিষাক্ত হয়ে উঠেছে বলে জানা যায়।এই টিকটক আইডির মাধ্যমে ছেলে মেয়ে গোপন কক্ষে ভিডিও তৈরি করে যা বর্তমান টিকটক আইডিতেই মিলেছে এতে ক্ষতি হচ্ছে সমাজের নানা স্তরের ও নানা পেশার মানুষ আরো বেশি ক্ষতি হচ্ছে যুব-সমাজের।অশ্লীল ভিডিও ধারণ করেই নিজেকে ফেমাস করতে চায় বর্তমান কিছু উগ্রবাদ ছেলে মেয়েরা ও শিক্ষার্থীরা।নানা বিষয়ে প্রভাব পরে এই টিকটক আইডির ভিডিও দেখে।ধর্ষণের প্রভাব ও পরছে বেশি এই সকল অশ্লীল ভিডিও দেখার কারণে এতে সমাজের মানুষ হেয়প্রতিপন্ন হচ্ছে।টিকটকের মত এই সকল অশ্লীল ভিডিও ধারণ করে যে সকল অ্যাপসের মাধ্যমে নিজেকে পরিচিত লাভ করতে চায় মানুষ সেই সকল অ্যাপসের প্রতি দৃশ্য রেখে বন্ধ করলেই সমাজের উপর থেকে কিছু পরিমাণ হলেও ধর্ষণের প্রবনতা মেয়েদের উপরে বাজে কথা ছুড়ে দেওয়া রাস্তাঘাটে এমনটা দেখা খুবই কম পাওয়া যাবে এমন প্রত্যাশা করে সাধারণ জনগন। সমাজের উঁচু স্তরের মানুষ ও নিচু স্তরের মানুষ মনে করেন এই সকল অ্যাপসের কারণে অনেক ছেলে মেয়েদের জীবন কুলষিত হচ্ছে এমনটা দাবি তাদের,তাই এই ধরনের কার্যক্রম করতে না পারে এমন টিকটকার অ্যাপসকে নিষিদ্ধ করার দাবি জানান সাধারণ জনগন।