শরীফ সাবের, উপজেলা প্রতিনিধি –
‘হাতে রেখে হাত, গড়বো সমাজ।’
এই স্লোগান সামনে রেখে ৮ই ডিসেম্বর’২০২০ ময়মনসিংহ ত্রিশাল থেকে যাত্রা শুরু করলো স্বেচ্ছাসেবী সংগঠন
সমাজ বন্ধু ত্রিশাল।
স্কুল,কলেজ,মহাবিদ্যালয়,
বিশ্ববিদ্যালয় প্রত্যক ইউনিট থেকে সমাজের বন্ধু গঠনের একটি পরিকল্পনা রয়েছে সংগঠনটির এবং যার পরিধি হবে সমগ্র বাংলাদেশ।
সংগঠনের অন্যতম সদস্য মো:মাসুদ পিয়াস বলেন,বিভিন্ন দূর্যোগে, প্রয়োজনে নিজেকে সর্বস্তরে যে বিলিয়ে দেয় সেইতো সমাজ বন্ধু।
আমাদের সৌহার্দ্য পূর্ণ সমাজ তৈরীতে সমাজের বন্ধু হওয়া অত্যাবশ্যক।
সদস্য ডাঃশিহাব বলেন,ত্রিশাল উপজেলায় সর্বস্তরে আমরা সমাজের বন্ধু হওয়ার দাওয়াত প্রচার করছি।
আপনি আপনার সমাজের বন্ধুদের উৎসাহী করুন।এভাবে একটা সময় সমগ্র বাংলাদেশ সমাজের বন্ধু পেয়ে যাবে,এবং গঠিত হবে সৌহার্দপূর্ণ একটি শক্তিশালী সমাজ ব্যবস্হা।
অন্যতম সদস্য শরীফ নাফে আস সাবের(মনির), সকলের উদ্দেশ্য বলেন-আসুন বয়সের অজুহাতে পরস্পরকে দূরে না ঠেলে ঐক্য বদ্ধ হয়ে সমাজের বন্ধু হয়ে বিভিন্ন বিপদে পাশে দাড়াই,হয়ে যাই সমাজ বন্ধু! পদভারে নয়,কর্মভারে হওক আমাদের পরিচয়।
এছাড়াও উপস্থিত সদস্যদের মধ্যে মত বিনিময় করেন,শহীদুল ইসলাম সুমন,সাদিরুল ইসলাম,নিঝুম,এস.এ অনি,সাদাত,রতন,লিমন,মেহেদী হাসান,সাগর,হাবিব,
ইরতিয়াজ রিয়ন প্রমুখ।