মুরাদ আল হাসান, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া
সরাইলে ধান কাটাকে কেন্দ্র করে গুষ্টিগত সংঘর্ষে প্রতিপক্ষের ছুড়িকাঘাতে দেলোয়ার হোসেন(২০) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন।
নিহত দেলোয়ার হোসেন উপজেলার পাকশিমুল ইউনিয়নের পাকশিমুল গ্রামের দক্ষিণ পাড়ার হান্নান মিয়ার একমাত্র ছেলে। বুধবার সন্ধ্যায় পাকশিমুল নতুন বাজারে এ ঘটনা ঘটে।
গ্রামবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল বুধবার পাকশিমুল গ্রামের আবু সিদ্দিক মিয়ার ছেলে শাহ আলম ওরফে শাহ আলী(৩০) এবং আবু মিয়ার ছেলে আজগর আলী(৩৫) দৈনিক মজুরিতে উজিবাড়ির কাশেম মিয়ার জমিতে ধান কাটতে যায়। ধান কাটা নিয়ে শাহ আলম ও আজগর আলীর মধ্যে মারামারি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে বুধবার সন্ধ্যায় পাকশিমুল নতুন বাজারে সাবেক চেয়ারম্যান আবুল কাশেমের কাছে বিচার দেয়াকে কেন্দ্র করে শাহ আলমের চাচাত ভাই সাইদুল ইসলামের সাথে কথা কাটাকাটি ও ধাক্কাধাক্কি হয়।
এ ঘটনাকে কেন্দ্র করে পাকশিমুল নতুন বাজারে সাবেক চেয়ারম্যান কাশেম আলী ও সাধুর গোষ্ঠীর সাইদুল ইসলামের পক্ষের যুবকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়ে মারামারি শুরু হয়। এ ফাঁকে সাইদুল ইসলামের লোকেরা দেলোয়ারের উপর হামলা চালায় এবং ছুড়িঘাতক করে। ছুড়িকাতে দেলোয়ারের পেটের নাড়িভুড়ি বের হয়ে যায়। ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্যে জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে সেখান থেকে ঢাকায় নেয়ার পথে তিনি মারা যান।
সরাইল সার্কেল-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার আনিছুর রহমান বলেন, তুচ্ছ ঘটনায় পাকশিমুল গ্রামে দেলোয়ার হোসেন নামে এক যুবক নিহত হয়েছে। তার লাশ হাসপাতাল মর্গে রয়েছে। যতটুকু জানা গেছে তাদের মধ্যে পূর্ব থেকে গোষ্ঠীগত বিরোধ রয়েছে। রাতে কিছু ভাংচুর হয়েছে; চারজনকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন আছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।