
জেলা প্রতিনিধি (জামালপুর):
জামালপুর সরিষাবাড়ীতে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আলহাজ্ব ডাঃ মুরাদ হাসান এমপি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা উপমা ফারিসা এবং পৌর কাউন্সিলর সাখাওয়াত আলম মুকুলকে নিয়ে কটুক্তি, মিথ্যা বানোয়াট, অপপ্রচার ও কুরুচীপূর্ণ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৩জানুয়ারী) সকালে উপজেলার কেন্দ্রীয় বাসস্ট্যান্ড এলাকায় পৃথক তিনটি ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এড: মতিয়র রহমান তালুকদার স্মৃতি সংসদের ব্যানারে স্থানীয় সংসদ সদস্য ডা: মুরাদ হাসান এমপিকে নিয়ে কটুক্তি ও মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে এবং উপজেলা মুক্তিযুদ্ধ মঞ্চের ব্যানারে মুক্তিযোদ্ধার সন্তান উপজেলা নির্বাহী কর্মকর্তা উপমা ফারিসাকে নিয়ে কটুক্তি ও মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় হাজারো নর-নারী।এ সময় পৌরসভা ৫নং ওয়ার্ডবাসী ঐ ওয়ার্ডের কাউন্সিলর সাখাওয়াত আলম মুকুলসহ ১১জনের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা অনতিলম্বে প্রত্যাহারের দাবি জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, সাবেক অধ্যক্ষ আব্দুর রশিদ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নকে অস্বীকার করে স্থানীয় সংসদ সদস্য ডা: মুরাদ হাসান এমপি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা উপমা ফারিসাকে নিয়ে তার অনুসারীরা মিথ্যা, অপপ্রচার ও কুরুচীপূর্ণ বক্তব্য প্রদান করে। উক্ত বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন করে তা দ্রুত প্রত্যাহারের দাবি জানান বক্তারা। এ সময় উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম রনি, অধ্যক্ষ শহিদুর রহমান, পিংনা ইউনিয়ন যুবলীগের সভাপতি সিদ্দিকুর রহমান সিদ্দিক, এডভোকেট মতিউর রহমান তালুকদার স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সরিষাবাড়ী কলেজের ভিপি বজলুর রহমান, জিএস রাজন আহমেদ, সাবেক কমিশনার কালাচাদ পাল প্রমুখসহ দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।