‘সত্যের সন্ধানে প্রতিদিন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে হাটি হাটি পা পা করে সাফল্যের ৯ বছরে পদার্পন করছে দেশের জনপ্রিয় পত্রিকা দৈনিক আমার সংবাদ । এই উপলক্ষ্যে সরিষাবাড়ী প্রতিনিধি রাইসুল ইসলাম খোকনের আয়োজনে সরিষাবাড়ী রিপোর্টার্স ক্লাবের সার্বিক সহযোগিতায় অত্র কার্যালয়ে গতকাল শনিবার (২০ ফেব্রুয়ারী) সন্ধ্যা ৬ টায় কেক কাটার মধ্য দিয়ে দৈনিক আমার সংবাদ পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
এ সময় সরিষাবাড়ী রিপোর্টার্স ক্লাবের সভাপতি গুলজার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র ক্লাবের উপদেষ্টা আনিছুর রহমান এলিন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর ৫নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর সাখাওয়াত আলম মুকুল।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সরিষাবাড়ী রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন।
এ সময় আরোও উপস্থিত ছিলেন অত্র ক্লাবের সহ-সভাপতি সুলতান মাহমুদ,যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান,অর্থ বিষয়ক সম্পাদক রাইসুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য রবিউল ইসলাম,রাজু আহমেদ রনি,সদস্য ফারুক আহমেদ ও মেহেদী হাসান খান সহ যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দসহ প্রমুখ।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ কেক কেটে দৈনিক আমার সংবাদ পত্রিকার ৯ম বর্ষপুর্তি অনুষ্ঠানটি উদযাপন করেন এবং পত্রিকার আগামীদিনের জন্য সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।